দেশ

লোকসভায় অসংসদীয় ভাষার প্রয়োগ মহুয়ার, ক্ষমা চাওয়ার দাবী বিজেপির, ‘ক্ষমা চাইব না’, সাফ জানালেন তৃণমূল সাংসদ

মাঝেমধ্যেই নানান কারণেই বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার তাঁর বিরুদ্ধে লোকসভায় অসংসদীয় ভাষা (cuss language) প্রয়োগ করার অভিযোগ উঠল। অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাবের উপর যখন সংসদের টিডিপি সাংসদ রামমোহন নাইডু (Ram Mohan Naidum) বক্তব্য রাখছিলেন, সেই সময় ওই ভাষা প্রয়োগ করেন মহুয়া। এই নিয়ে বিতর্ক তৈরি হলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তাঁকে ক্ষমা চাইতে বললেও মহুয়া জানিয়ে দেন যে তিনি ক্ষমা চাইবেন না।

বিগত কয়েকদিন ধরেই আদানি ইস্যু নিয়ে সংসদ বেশ উত্তপ্ত রয়েছে। এরই মধ্যে গতকাল, মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর নিজের বক্তব্য রাখেন মহুয়া। এদিন পেগাসাস থেকে শুরু করে সম্প্রতি নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্রের প্রসঙ্গ উঠে আসে মহুয়ার বক্তব্যে। সেই সময় তাঁর মন্তব্যের প্রতিবাদ জানান বিজেপি সাংসদরা।

অভিযোগ, এরপর যখন রামমোহন নাইডু বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় আচমকাই উঠে দাঁড়িয়ে অসংসদীয় মন্তব্য করেন মহুয়া মইত্র। বিজেপি সাংসদ রমেশ ভিদুরিকে লক্ষ্য করেই ওই মন্তব্য করেন তিনি, এমনটাই দাবী করা হচ্ছে। সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এই বিতর্ক প্রসঙ্গে মহুয়া বলেন, “আমি যা বলেছি তা রেকর্ডে নেই। আমি এইটুকুই বলতে পারে, আমি আপেলকে আপেলই বলব। কমলালেবু নয়। আমাকে যদি বিশেষাধিকার কমিটির কাছে নিয়ে যাওয়া হয় আমি আমার বক্তব্যের সপক্ষে যা বলার বলব”।

অন্যদিকে, বিজেপি সাংসদ হেমা মালিনী মহুয়ার এহেন বক্তব্য প্রসঙ্গে বলেছেন, “নিজেদের জিভকে লাগাম পরাতে হবে ওঁদের। অতিরিক্ত উত্তেজিত ও আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না”।

অন্যদিকে আবার আদানি ইস্যু নিয়ে আজ, বুধবার সকালে এসবিআই-য়ের অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ দেখান তৃণমূল সাংসদরা। সেই বিক্ষোভের ছবি শেয়ার করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। তাদের দাবী, বিজেপি এসবিআইকে দখল করার চেষ্টা করছে। ধরনাও দেন তৃণমূল সাংসদরা।

Back to top button
%d bloggers like this: