রাজ্য

‘মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া বক্তৃতা আওড়াচ্ছেন রাজ্যপাল, দুর্নীতিকে আড়াল করা ভাষণ’, বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের বক্তব্য নিয়ে বিক্ষোভ বিজেপির

বিধানসভা বাজেট অধিবেশনের (Assembly Budget Session) প্রথম দিনই তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হল। রাজ্যপালের ভাষণ অবমাননা করার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। আজ, বুধবার দুপুর ২টো নাগাদ অধিবেশন কক্ষে ঢুকে ভাষণ শুরু করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Anand Bose)। সেই সময়ই স্লোগান তুলতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্লোগান দেন, ‘রাজ্যপাল শেম শেম’। আর এই স্লোগান দিতে দিতেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁদের বিক্ষোভ। স্লোগান ওঠে ‘দুর্নীতিকে আড়াল করা রাজ্যপালের ভাষণ শুনছি না, শুনব না।’ মনোজ টিগ্গা, শংকর ঘোষরা বিক্ষোভ দেখান। রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণের শুরুতে বলেন, “রাজ্যপাল আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই”। আর এতেই ক্ষেপে ওঠে বিজেপি। আবাস যোজনা, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন তাঁরা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জেলে কেন? তা সেই জবাব চায় বিজেপি।

এদিন রাজ্যপাল বক্তব্য শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলের কথায়, রাজ্যপাল রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে মিথ্যা ভাষণ দিয়েছেন, সেই কারণেই তারা প্রতিবাদ করেছে। রাজ্যপালকে ব্যক্তিগতভাব কেউ আক্রমণ করে নি বলেই দাবী বিজেপির।  বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “রাজ্যপাল যখন মুখ্যমন্ত্রীর প্রশস্তি করছেন ভাষণে, তখন আমরা প্রতিবাদ করি। ভিতরে ২০ মিনিট প্রতিবাদ করি। তারপর বাইরে প্রতিবাদ”।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা পাঠ করা হয়। আগে অনেক রাজ্যপালকে দেখেছি অনেকে রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা পরিবর্তন করতে বাধ্য করেছে। রাজ্যপালকে দোষী না করে বলবো তিনি তামিলনাড়ুর রাজ্যপালের পথে না হেঁটে মুখ্যমন্ত্রীর পথে হেটেছেন। ৯ নম্বর পয়েন্ট আইনশৃঙ্খলা নিয়ে প্রকৃত চিত্র না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বক্তৃতা পড়েছেন। তাতে আমরা ও রাজ্যের মানুষ হতাশ।  রাজ্যপালের কাছে আশা করেছিলাম এইগুলো স্কিপ করবেন। তা না উনি পড়েই যাচ্ছেন। ওনার ওপর নজরদারি করতে একজনকে সচিব করে পাঠিয়েছেন”।

বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপির এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ শাসকদল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘটনা প্রসঙ্গে বলেন, “রাজ্যপালের সম্মানহানি করল বিজেপি। সংবিধানের অবমাননা করল বিরোধী দলনেতা ও বিজেপি”।

Back to top button
%d bloggers like this: