দেশ

একমাসের বিদ্যুতের বিল এল প্রায় ৮ কোটি টাকা, বিল দেখে হার্ট ফেল হওয়ার জোগাড় গ্রাহকের

বিদ্যুতের যা বিল এল, তা দেখে রীতিমতো হার্ট ফেল হওয়ার মতোই অবস্থা হয়েছিল ব্যক্তির। একমাসের বিদ্যুতের বিলের এই পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ গ্রাহকের। একমাসে ওই গ্রাহকের বিল এসেছে ৭ কোটি ৯ লক্ষ টাকা। কোনও বড় ব্যবসায়িক সংস্থাতেও এত বড় বিশাল পরিমান বিল আসে কী না সন্দেহ। কিন্তু এই বিল এল ব্যক্তির বাড়িতে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বর শহরে। বিদ্যুৎ সংস্থার কোটি টাকার বিল পাওয়া গ্রাহকের নাম দুর্গাপ্রসাদ পট্টনায়েক। তিনি ভুবনেশ্বর শহরের নীলাদ্রিবিহার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। ওই ব্যক্তি জানান, গত মার্চে তিনি বাড়িতে স্মার্ট মিটার বসিয়েছিলেন। আর এরপর থেকেই যত গণ্ডগোল শুরু হয়।

ভুক্তভোগী গ্রাহক জানাচ্ছেন, ওই স্মার্ট মিতার বসানোর পর থেকেই ধাপে ধাপে তাঁর বাড়ির বিদ্যুতের বিল বাড়তে থাকে। মার্চ মাসের বিল ছিল ২৪০০ টাকা। এপ্রিলে তা গিয়ে দাঁড়ায় ৬ হাজার টাকায়। আর মে মাসে যে বিল এসেছে, তা কল্পনারও অতীত। মে মাসে ৭.৯ কোটি টাকার বিদ্যুতের বিল পেয়েছেন দুর্গাপ্রসাদ পট্টনায়েক।

ওই গ্রাহকের অভিযোগ, “স্মার্ট মিটার বসানোর আগে ৭০০ থেকে ১৫০০ টাকা মতো বিল আসত। স্মার্ট মিটার বসানোর পর এপ্রিলে ৬ হাজার টাকার বিল পাই”। দুর্গাপ্রসাদ জানান, মে মাসের বিদ্যুতের বিল দেখে তাঁর হার্ট ফেল হওয়ার জোগাড় হয়েছিল।

এই বিষয়ে অভিযোগ জানিয়ে বিদ্যুৎ সংস্থাকে টুইট করেছেন বলে জানান ওই ব্যক্তি। তবে সেখান থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। দুর্গাপ্রসাদের কথায়, “অভিযোগ জানানোর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে উত্তর পাইনি আমি। এখন প্রচণ্ড গরমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বিরাট অস্বস্তিতে পড়ব”।

Back to top button
%d bloggers like this: