দেশ

কারাগারে থাকা মহিলাদের জন্য বন্ধু খুঁজে দিচ্ছে ডেটিং সাইট! পাল্টাতে চলেছে তাঁদের জীবন

অনেকদিন আগে থেকেই পাত্র-পাত্রী বাড়িতে বসে খোঁজা যাচ্ছে। তৈরি হয়েছে নানা ধরনের ডেটিং অ্যাপ। এখনকার এই নতুন প্রজন্ম তাঁদের জীবন সঙ্গী খুঁজতে ব্যবহার করছে ডেটিং অ্যাপগুলি।

এবার এক বেসরকারি সংস্থা কারাগারে থাকা বন্দিদের জন্য তৈরি করেছে ডেটিং অ্যাপ। জেলবন্দি মহিলাদের জন্যে তৈরি হয়েছে এই অ্যাপ। ‘ওমেন বিহাইন্ড বার্স’ নামক ওয়েবসাইটটি বানানো হয়েছে। ডেটিং সাইটটি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ককেই সমর্থন করে।

এই ওয়েসাইটে বলা হয়, ‘বন্দিদের সঙ্গে দেখা করুন। এর ফলে তাঁরা নিজেদের অতীত ভুলে জীবনে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন। তাঁদের কথা, দুশ্চিন্তা শোনার মতো সত্যিই কেউ নেই।’

ওয়েবসাইটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই আবিষ্কারের ফলে কারাগারে থাকা ব্যক্তিদের জীবনে আসবে আলো। বাইরে থাকা যে কোনও ব্যক্তি তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। ডেটিং সাইটে অ্যাকাউন্ট খুলে তাদের সঙ্গে দেখা করতে পারবেন, বয়স হতে হবে ১৮ বছর।

Back to top button
%d bloggers like this: