দেশ

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা! দেশে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়তেই নতুন ঢেউয়ের আশঙ্কা, আজই বৈঠকে করছেন প্রধানমন্ত্রী

চীনে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। আর এর জেরে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারেরও। ফের যদি করোনার ঢেউ আছড়ে পড়ে দেশে, সেই আশঙ্কার কারণেই গতকাল, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৈঠক করা হয়। কিন্তু এদিন বিকেলেই খবর মেলে যে চীনে যে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ ছড়াচ্ছে, সেই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ভারতেও। এরপরই করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ, বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের চীনে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র কারণেই করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। শ্মশানেও মৃত্যু মিছিল নেমেছে চীনে। মৃতদেহ রাখার জায়গা মিলছে না সে দেশে। এহেন পরিস্থিতিতে দেশে করোনা সংক্রমণ নিয়ে যখন কেন্দ্র বেশ উদ্বেগ প্রকাশ করছে, সেই সময়ই ভারতেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল।

নতুন এই ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাতের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই গুজরাটত স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানানো হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তেই, গতকাল, বুধবার বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখালে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল ও অন্যান্যরা। এদিনের বৈঠকে করোনার টিকাকরণের উপর জোর দেওয়া হয়।

শুধু তাই-ই নয়, ফের একবার মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় আমজনতাকে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে করোনা আক্রান্তদের চিহ্নিত করে বিশেষ স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, আজ, বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফের দুপুর সাড়ে তিনটে নাগাদ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও একাধিক স্বাস্থ্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: