রাজ্য

স্ত্রীকে বাড়ি ফিরতে দিচ্ছিলেন না শাশুড়ি, রাগের চোটে শ্বশুরবাড়ির সামনেই নিজের মাথায় গুলি চালালেন যুবক

পারিবারিক অশান্তির জেরে এক চরম সিদ্ধান্ত নিলেন এক যুবক। স্ত্রীকে কিছুতেই ফিরতে দিচ্ছিলেন না শাশুড়ি। সেই কারণে শ্বশুরবাড়ির সামনেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বজবজে।

পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম সুব্রত সামন্ত ও তাঁর স্ত্রীয়ের নাম পূজা সামন্ত। বছর দেড়েক আগে বিয়ে হয় এই দম্পতির। জানা গিয়েছে, চারমাস আগে নিজের স্ত্রী ও মেয়েকে শ্বশুরবাড়ি রেখে এসেছিলেন সুব্রত। মাস দেড়েক আগে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে গেলেও মেয়ে ছিল শ্বশুরবাড়িতেই। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এর জেরে আলাদা থাকতে শুরু করেন দু’জন।

মাসখানেক আগে থেকেই অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে আলাদা হয়ে যান তাঁর স্ত্রী পূজা সামন্ত। তবে গত কয়েকদিন ধরে তিনি নিজের বাপের বাড়িতেই ছিলেন পূজা। তাঁর পরিবারের দাবী, গতকাল, বুধবার আবার সেখানে আসেন সুব্রত।

এদিন পূজাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করেন তিনি। কিন্তু তাঁর শাশুড়ি কিছুতেই নিজের মেয়েকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। এরপরই শ্বশুরবাড়ির সামনেই নিজের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই যুবক।

এলাকার লোকজন তড়িঘড়ি উদ্ধার করে যুবককে। তাঁকে বজবজের এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যুবকের অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাঁকে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল, তা বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু সেই বন্দুকটি ওই যুবকের কাছে কীভাবে এল, তা এখনও জানা যায়নি।

Back to top button
%d bloggers like this: