উপযুক্ত শাস্তি! পথচলতি মানুষের কানের কাছে ভেঁপু বাজানোর জের, দুই যুবককে হাতেনাতে ধরল পুলিশ, তারপর….

কোনও মেলা বা উৎসবে এখনও নানান ধরণের বাঁশি বা ভেঁপু দেখা যায়। ভেঁপুর ওই তীক্ষ্ণ আওয়াজ অনেকেই পছন্দ করেন না। কানের কাছে তা বাজলে কান-মাথা ঝনঝনিয়ে যায় বৈ কী! কেউ কেউ তো আবার ইচ্ছা করে ভিড়ের মধ্যে লোকজনের কানের সামনে ভেঁপু বাজায়। লোকজনকে বিরক্ত করেই মজা পান তারা। এবার এই ভেঁপু বাজানোর জন্যই শাস্তি দেওয়া হল কয়েকজন যুবককে।
তবে শুধুমাত্র ভেঁপু বাজানোর জন্য শাস্তি দেওয়া হয়েছে বললে ভুল বলা হবে। অভিযোগ, ওই যুবকরা পথচারীদের কানের কাছে গিয়ে ভেঁপু বাজিয়ে তাদের অতিষ্ঠ করে তুলছিলেন। কেউ কেউ এর প্রতিবাদও করছিলেন। আর সকলকে এভাবে বিরক্ত করে বেশ মজা পাচ্ছিলেন ওই যুবকরা। কিন্তু সেই মজার শাস্তি যে এমন হবে, তা হয়ত তারা কল্পনাতেও ভাবতে পারে নি।
পথচারীদের কয়েকজন যুবক ভেঁপু বাজিয়ে অতিষ্ঠ করে তুলছেন, এই খবরটি পুলিশের কাছে পৌঁছেছিল। বেশ তক্কে তক্কেই ছিল তারা। নজরে পড়তেই অভিযুক্তদের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। কানের কাছে ভেঁপু বাজালে কতটা অস্বস্তি হয়, সেই অভিজ্ঞতাই বা কেমন, তা ওই দু’জনকে বুঝিয়ে দিল পুলিশ।
ওই দু’জনকে ধরে একে অপরের কানের কাছে ভেঁপু বাজাতে বলে পুলিশ। এরপর এই ধরণের কাজ আর যাতে তারা না করে, সেই প্রতিশ্রুতি আদায় করে নেয় পুলিশ। শুধু তাই-ই ন্য, ওই দুই যুবককে রাস্তায় সকলের সামনে কান ধরে উঠবসও করায় পুলিশ।
#WATCH| MP: Police uniquely deal with miscreants who allegedly blew trumpets into passersby's ears in Jabalpur(6.10)
Instructions are to take action against notorious elements&people who disturb others by blowing trumpets. Post exhortation,we seize their trumpets:Police official pic.twitter.com/LEYHs0oBOH
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 6, 2022
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, “এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।