দেশ

নিচু জাতের মেয়েকে বিয়ে করার অপরাধ, সেবায়তের ছোঁয়াতে জগন্নাথ অশুদ্ধ হওয়ার অভিযোগ, পুরীর মন্দিরে তুলকালাম কাণ্ড

এমন ঘটনা বোধ হয় জগন্নাথ মন্দিরে এর আগে ঘটে নি যে ঝামেলার জেরে প্রভু জগন্নাথকে ভোগই নিবেদন করা হল না। সেবায়তদের ঝামেলার জেরে গোটা দিন অভুক্তই থাকলেন মহাপ্রভু। এক নিচুজাতের মেয়েকে বিয়ে করেই নাকি অপরাধ করেছেন আর এক সেবায়ত। আর তাঁর ছোঁয়াতে অশুদ্ধ হয়ে গিয়েছেন প্রভু জগন্নাথ। এই নিয়ে ঝামেলার শুরু। আর এর জেরে জগন্নাথদেবকে সকালের জলখাবার সকাল সাড়ে আটটার বদলে দেওয়া হল বিকেল সাড়ে পাঁচটায়।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

জানা গিয়েছে, ২০১৭ সালে পুরী মন্দিরের এক সেবায়ত শঙ্খমিত্র সিঙ্ঘারি বিয়ে করেছিলেন মন্দিরের জ্যোতিষী এক সেবায়তের কন্যাকে। সেই জ্যোতিষী সেবায়ত নিচু জাতের। পুরীর মন্দিরের সেবায়তদের ভিন জাতের সেবায়তদের সঙ্গে বিয়ে করা নিষিদ্ধ। সেই নিয়ে যত অশান্তি।  

জানা গিয়েছে, গত শুক্রবার সকালে সেবায়ত শঙ্খমিত্র সিঙ্ঘারি জগন্নাথদেবের সাজপোশাক পরানোর কাজ করছিলেন। সেই সময়ই মন্দিরের সেবায়তদের একাংশ চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এই নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা। মন্দিরের পাণ্ডারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে শঙ্খমিত্রের জগন্নাথ সেবা করার কোনও অধিকার নেই। তাদের অভিযোগ, তাঁর ছোঁয়াতে প্রভুর শরীর, পোশাক, গর্ভগৃহ সব অশুদ্ধ হয়ে গিয়েছে। এই ঘটনায় মন্দিরে ভক্তদের দর্শন বন্ধ না হলেও, মন্দিরের ভেতর এই নিয়ে তুমুল গোল বাঁধে।

কী জানানো হয় মন্দিরের সেবায়তদের তরফে?

এই ঘটনা প্রসঙ্গে মন্দিরের এক সেবায়েত দেবব্রত মহাপাত্র বলেন, “আজ প্রভুর খুবই কষ্ট হয়েছে। সিঙ্ঘারি বারণ সত্ত্বেও জগন্নাথদেবের সেবার কাজে হাত লাগিয়েছেন। তাই সমস্তকিছু শুদ্ধিকরণের কাজ করতে দুপুর গড়িয়ে গিয়েছে। মন্দিরের গর্ভগৃহে মহাস্নান নীতি পালন করে শুদ্ধিকরণ হয়েছে। বিগ্রহকে সকালের জলখাবার বেলা সাড়ে আটটার বদলে বিকেল সাড়ে পাঁচটায় পেয়েছেন। তারপর দুপুরের খাবার রাত সাড়ে ১০টা এবং রাতের খাবার রাত সাড়ে ১২টায় দেওয়া হয়েছে তিন ভাই-বোনকে”।

এই বিষয়ে জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জনকুমার দাস বলেন, “যাঁদের কারণে মন্দিরের রোজকার রীতিতে বিঘ্ন ঘটেছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে”।

এই নিয়ে সেবায়ত শঙ্খমিত্র সিঙ্ঘারি বলেন, গত বছরও তিনি প্রবভু জগন্নাথের সেবায় নিযুক্ত ছিলেন। এই বছরই নতুন করে পাণ্ডা ও সেবায়তদের একাংশ এমন ঝামেলা করছেন। তাঁকে অপদস্থ করার অভিযোগ তুলে শুক্রবার রাতেই তিনি থানার দ্বারস্থ হন বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: