দেশ

হঠাৎই বুকে ব্যথা! হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বুকে ব্যথা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। তাঁকে সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

প্রাথমিকভাবে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে এদিন হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করেন, সঙ্গে সঙ্গেই  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে, সেখানে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রাষ্ট্রপতিভবন থেকে জানানো হয়েছে, কোনও উদ্বেগের কারণ নেই। রুটিন চেকআপ এবং কিছু সমস্যার কারণে রাষ্ট্রপতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশঙ্কা বা উদ্বেগের কোনও কারণ নেই।

তবে উল্লেখ্য, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করণা প্রতিষেধকের প্রথম ডোজ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। ফলত তার পরবর্তী পর্যায়ে যে শারীরিক পরিস্থিতি নিতান্তই কাকতালীয় নাকি কোনও সমস্যা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে রাষ্ট্রপতিভবন থেকে যাবতীয় জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। 

Back to top button
%d bloggers like this: