দেশ

দেশের প্রবীনদের সাহায্যের হাত! স্টার্টআপে বিনিয়োগ করতে চলেছেন শিল্পপতি রতন টাটা

আমাদের দেশে প্রবেশ শিল্পপতি রতন টাটা যেভাবে দেশের উন্নতির জন্য একের পর এক সমাজসেবামূলক কাজ করছেন তাতে একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে গর্ব করতে হবে। এবার দেশের বয়স্কদের জন্য নতুন স্টার্টআপে বিনিয়োগ করতে চলেছেন খোদ রতন টাটা।

গত বছর রতন টাটার ৮৪তম জন্মদিনের একটি যুবকের সঙ্গে ওঁর একটি ভিডিও ভাইরাল হয়। ওই যুবকের নাম শান্তনু নাইডু। রতন টাটার সঙ্গে রীতিমতো ছায়াসঙ্গীর মতো থাকতে দেখা যায় ওই যুবককে। শান্তনুর নতুন ‘Goodfellows’ নামক স্টার্টআপে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন রতন টাটা।

এই স্টার্টআপ দেশের প্রথম কম্প্যানিয়নশিপ স্টার্ট আপ। দেশের যুবক-যুবতী ও শিক্ষিত সাতকদের সহায়তায় বয়স্কদের সাহায্য করা এর মূল উদ্দেশ্য। খুব শীঘ্রই এটি মেট্রো সিটি মুম্বাই, পুনে, চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে উপলব্ধ হবে।

দেশে প্রায় পাঁচ কোটি প্রবীণ মানুষ একাকিত্বে ভোগেন। ‘Goodfellows’ ব্যবসায়িক মডেলের মাধ্যমে সেই সমস্ত মানুষদের সাহায্যের জন্যই বানানো হয়েছে । খুব সামান্য মেম্বারশিপ ফি নেওয়া হয়।

Back to top button
%d bloggers like this: