দেশ

করোনা পরিস্থিতিতে ঋণ পরিশোধের সময় ও সুদ মকুব নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

ঋণ পরিশোধের সময় আর বাড়ানো সম্ভব নয়। রিজার্ভ ব্যাঙ্কের হলফনামার ভিত্তিতে এই সিদ্ধান্তও নিল সুপ্রিম কোর্ট। ঋণ পরিশোধের সময় তো বাড়ানো যাবেই না, সেই সঙ্গে সুদও সম্পূর্ণ মকুব করা যাবে না, এমন নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অশক ভূষণের বিচারাধীন বেঞ্চ। কেন্দ্রের অর্থনীতির সিদ্ধান্তে যে কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না, এও জানান হয়েছে।

করোনা পরিস্থিতির সময় ঋণ পরিশোধের সময় বাড়ানো ও সুদ মকুব করার আবেদন জানিয়ে নানান গ্রাহক ও কর্পোরেট সংস্থাগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই বিষয়েই কোর্ট নিজের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিল। কোর্ট এও জানিয়েছে যে করোনা পরিস্থিতিতে গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশীয় ব্যাঙ্কগুলিও।

আরও পড়ুন- সায়নী ‘বহিরাগত’, আসানসোলে ভোট প্রচারে নেমেই প্রতিপক্ষকে কটাক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার

গত বছর, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে ঋণ পরিশোধের সময় বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সময়ের মধ্যে যে সুদ জমা হয়েছে, তা একেবারেই মকুব করা যাবে না বলেই জানিয়েছে কোর্ট। গত বছর ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ফলে স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা। কিন্তু এ বছর নতুন করে সুদ চাপায় ফের চিন্তায় পড়েছেন গ্রাহক। এরই সঙ্গে কপালে ভাঁজ পড়েছে নানান কর্পোরেট সংস্থাগুলিরও।

ঋণ পরিশোধের সময় পেরিয়ে যাওয়ার পরও সুদ জমা না দেওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করে। তারা জানায়, ঋণ পরিশোধের ৬ মাস পরও সুদ জমা দেওয়া হয়নি, এর জেরে নগদ জোগানের সমস্যা দেখা দিয়েছে বাজারে। তাই আর ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো বা সুদ মকুব করে দেওয়া, কোনওটাই সম্ভব হবে না।

Back to top button
%d