বিপাকে সংযুক্ত মোর্চা! ভোটের মুখে একাধিক আসনে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন নিয়ে জটিলতা

২৭ শে মার্চ বাংলায় প্রথম ভোটগ্রহণ। অর্থাৎ হাতে গোনা আর ৪ দিন বাকি। কিন্তু তার আগে পর্যন্ত এখনও ঝামেলা বিদ্যমান সংযুক্ত মোর্চায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দুর্গে জোটের খিচুড়ি চিন্তায় ফেলেছে বামফ্রন্ট-কংগ্রেস নেতারা। আর তা সামনে আসায় বেজায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের।
প্রসঙ্গত, ২৭শে মার্চ প্রথম দফার ভোটের আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিআইএম প্রার্থী করেছে মোদাস্সর হুসেনকে। আর কংগ্রেস সেখানে রেজাউল হককে প্রার্থী করেছে। এখন প্রশ্ন উঠছে, জোট থাকছে নাকি বন্ধুত্বপূর্ণ লড়াই?
সেখানেই দেখা যাচ্ছে গতবার সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস গোঁজ প্রার্থী দেওয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম জয়ী হন। সামশেরগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে জোটে জট দেখা দিয়েছিল। এবার নতুন করে নওদায় কংগ্রেস–সিপিআইএমের মধ্যে জট জটিলতা দেখা দিয়েছে l
সেখানেই জানা গিয়েছে, নওদার কংগ্রেস প্রার্থীকে পছন্দ হয়নি সিপিআইএমের। আর তাই সিপিআইএমও প্রার্থী দিচ্ছে এই আসনে। এখানেই সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য শিক্ষক শমীক মণ্ডলকে সামনে রেখে ভোটে লড়বে বলে জানিয়ে দিয়েছে। এমনকী যদি রাজ্য নেতৃত্ব সমর্থন না করে তাহলে নির্দল প্রার্থী হিসেবেই নওদা বিধানসভায় শমীককে নামিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে জটিল আকার ধারণ করেছে জোটে।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
আবার তৃণমূল কংগ্রেস থেকে দলবদল করে কংগ্রেসে যোগ দেওয়া মোশারফ হোসেন ওরফে মধুকে প্রার্থী হিসাবে মেনে নিতে চাইছে না সিপিআইএম। সেটা আর একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নওদায় সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন অবশ্য বলেন, ‘এটা সামগ্রিক সিপিআইএমের সিদ্ধান্ত নয়। স্থানীয় নেতৃত্বের ব্যক্তিগত দাবি।’ তবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস জোটকেই গুরুত্ব দিলেও এই সমস্যা গলার কাঁটা হয়ে বিঁধে আছে।