৪৫ কিমি যেতে ৩ হাজার টাকা! Uber এর বিরূদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রী

শহরে এক ক্যাবের রমরমা বেড়েই চলেছে। সেই ক্যাবগুলির বিরূদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আগে অনেকবার করেছেন যাত্রীরা। আবারও এক নয়ডার এক ব্যক্তির কাছ থেকে ৪৫ কিমি যেতে ৩০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠলো উবের সংস্থার নামে।
গত ৫ আগস্ট দিল্লি এয়ারপোর্ট থেকে নয়টায় নিজের বাড়িতে যাওয়ার জন্য উবের রাইট বুক করেছিলেন ওই যুবক ক্যাপ বুকিং এর সময় ৪৫ কিলোমিটারের ভাড়া দেখিয়েছিল ১,১৪৩ টাকা। কিন্তু নিজের বাড়ির গন্তব্যে পৌঁছে দেখেন তার কাছে ভাড়া বাবদ ২,৯৩৫ টাকা চাওয়া হচ্ছে।
স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন ওই উবের যাত্রী। তিনি টুইট করে জানিয়েছেন, ‘ ৪৫ কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য আমাকে ১৪৭.৩৯ কিমির ভাড়া দিতে হয়েছে মোট ২৯৩৫ টাকা দিতে হয়েছে।’ এবং তিনি অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়েছেন। উবের সংস্থার তরফে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
এটাই প্রথমবার নয়, এর আগেও অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে বহু অভিযোগ উঠেছে। অনেকে বলছেন, রাতে যাত্রীর জরুরি অবস্থার ফায়দা তুলে বেশি বেশি ভাড়া নিচ্ছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি।