দেশ

আমজনতার কথা মাথায় রেখেই দারুণ উদ্যোগ ভারতীয় রেলের, বন্দে ভারতের আদলেই আসছে বন্দে সাধারণ ট্রেন, টিকিটমূল্য হবে অনেক কম

লঞ্চ হওয়ার পর থেকেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কিছুমাস আগে বাংলাতেও চালু হয়েছে এই সেমি হাইস্পিডের ট্রেনটি। তবে অনেকেরই এই ট্রেন চড়ার ইচ্ছা থাকলেও সাধ্য নেই। কারণে সেমি হাইস্পিডের ট্রেনের টিকিট মূল্য বেশ অনেকটাই।

এবার সেই কারণে আমজনতার কথা মাথায় রেখেই এক দারুণ উদ্যোগ নেওয়া হল ভারতীয় রেলের তরফে। বন্দে ভারতের মতোই এবার আসতে চলেছে বন্দে সাধারণ এক্সপ্রেস। এই ট্রেনে বন্দে ভারতের মতোই সমস্ত সুযোগ-সুবিধা থাকবে, তবে বন্দে ভারতের তুলনায় এই ট্রেনের টিকিটের ভাড়া হবে তুলনামূলক অনেকটা কম।

রেল সূত্রে খবর, এই বন্দে সাধারণ ট্রেন হতে চলেছে ২৪ কোচের। এই ট্রেনটির টিকিট মূল্য কম হওয়ার কারণ এই ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসের মতো এয়ার কন্ডিশন থাকবে না। আর সেই কারণেই টিকিটের ভাড়াও থাকবে সাধারণের সাধ্যের মধ্যেই। তবে এই ট্রেনেও বন্দে ভারত এক্সপ্রেসের মতোই যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।

জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই বন্দে সাধারণ এক্সপ্রেসেও থাকবে বায়ো-ভ্যাকিউম টয়লেট। প্রতিটি সিটের পাশেই থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট। আবার যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই ট্রেনের প্রতিটি কামরায় থাকছে সিসিটিভি ক্যামেরা। এই ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসের মতোই থাকবে অটোমেটিক ডোর সিস্টেম। সব মিলিয়ে এই ট্রেনের সফরও হতে চলেছে একেবারে বন্দে ভারত এক্সপ্রেসের মতোই তবে অনেকটা কম খরচে।

সূত্রের খবর অনুযায়ী, এই বন্দে সাধারণ এক্সপ্রেস তৈরির কাজ শুরু হবে চেন্নাইতে। আর এর জন্য ইতিমধ্যেই ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে।

Back to top button
%d bloggers like this: