চাবি ছাড়াই স্টার্ট হবে স্কুটার, তাবড় তাবড় স্কুটারকে টক্কর দেবে Vespa-এর এই স্টাইলিশ স্কুটার

বর্তমানে বাইকের সঙ্গে সমান পাল্লা দিয়ে বেড়েছে স্কুটারের ব্যবহারও। দেশি-বিদেশি সব ধরণের স্কুটারই এখন বাজারে রমরমিয়ে চলছে। এর মধ্যে একটি জনপ্রিয় স্কুটারের ব্র্যান্ড হল Vespa। সম্প্রতি একটি নতুন স্কুটার বাজারে এনেছে Vespa।
সেই স্কুটারের একটি আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে যার নাম Vespa GTV। আর এই স্কুটারের সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হল কি-লেস স্টার্ট। অর্থাৎ চাবি ছাড়াই স্টার্ট করা যাবে এই স্কুটার।
কী কী থাকছে এই স্কুটারে?
এই স্কুটারে রয়েছে ৩০০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বাধিক ২৩ হর্সপাওয়া এবং ২৬ এনএম টর্ক তৈরি করতে পারে। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রয়েছে ঠাসা ফিচার্স। স্কুটারে লাইটিং রয়েছে সম্পূর্ণ এলইডি। এছাড়া মিলবে কি-লেস এন্ট্রি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাক শন কন্ট্রোল, এবং ইউএসবি চার্জিং পোর্ট।
এই স্কুটারের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে ডুয়াল টোন সহ ম্যাট ব্ল্যাক রং। এই স্কুটারের গ্র্যাব রেইল থেকে রিয়ারভিউ মিরর, ফুটরেস্ট সবকিছু ম্যাট ব্ল্যাক রংয়ের। ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এই রেট্রো স্টাইলের এই স্কুটার কিনছেন। তবে ভারতে এই স্কুটার লঞ্চ হবে কী না, তা এখনও স্পষ্ট নয়।
কত দাম Vespa-এর নানান স্কুটারের?
এই মুহূর্তে ভারতীয় বাজারে Vespa-এর যে স্কুটারগুলি বিক্রি হয় সেগুলি হল – Vespa VXL যার দাম ১.৩১ থেকে ১৩৮ লক্ষ টাকা, Vespa ZX যার দাম ১.১৭ লক্ষ টাকা, Vespa SXL যার দাম ১.৪৯ লক্ষ টাকা, Vespa VXL ১২৫ যার দাম ১.৩১ লক্ষ থেকে ১.৩৩ লক্ষ টাকা, আর Vespa SXL ১২৫ যার দাম ১.৩৫ থেকে ১.৪১ লক্ষ টাকা।
Vespa-এর স্কুটার কী কী রঙের মেলে?
এই সকল স্কুটারের ডুয়াল টোন ও ওবিডি ২ ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। এবার থেকে এই স্কুটার স্ট্যান্ডার্ড রং হিসাবে পাওয়া যাবে পার্ল হোয়াইট। সঙ্গে ম্যাট ব্ল্যাক, ম্যাট রেড, বিজ ইত্যাদি রঙ বেছে নেওয়ার বিকল্প থাকবে।