ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বালেশ্বরে, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল, দেখে নিন তালিকা

গতকাল, শুক্রবার বালেশ্বরে ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে মৃত্যু সংখ্যা পেরিয়েছে ২৩০। প্রায় ১০০০ জন আহত। এই দুর্ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। অনেক ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়াও হ্যেচজে।
এখনও পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল-
- ১২৮৩৭ হাওড়া – পুরী এক্সপ্রেস
- ১২৮৬৩ হাওড়া – এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
- ০২৮৩৭ সাঁতরাগাছি – পুরী এক্সপ্রেস
- ২০৮৩১ শালিমার- সম্বলপুর এক্সপ্রেস
- ১২৮৩৯ হাওড়া – চেন্নাই মেল
- ২২২০১ শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস
শনিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে
- ০৮৪১১ বালেশ্বর – ভুবনেশ্বর মেমু
- ০৮৪১৫ জলেশ্বর – পুরী মেমু
- ১২৮৯১ বাংরিপোসি – পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস
- ১৮০২১ খড়্গপুর – খুরদা এক্সপ্রেস
- ০৮০৬৩ খড়্গপুর – ভদ্রক মেমু
- ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
- ১২৭০৩ হাওড়া – সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
- ১২৮২১ ধৌলি এক্সপ্রেস
- ১২২৪৫ হাওড়া -এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
- ০৮০৩১ বালেশ্বর – ভদ্রক মেমু
- ১৮০৪৫ ইস্ট কোস্ট এক্সপ্রেস
- ২০৮৮৯ হাওড়া – তিরুপতি হামসফর এক্সপ্রেস
এর পাশাপাশি কিছু ট্রেন টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। রেলের তরফে যে ট্রেনগুলি টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল- ২২৮০৭, ২২৮৭৩, ১৮৪০৯, ২২৮১৭। রেলের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হাওড়া স্টেশনে চালু করা হেল্পলাইন নম্বরটি হল ০৩৩-২৬৩৮২২১৭। খড়গপুরের হেল্পলাইন নম্বর ৮৯৭২০৭৩৯২৫ এবং ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বরের জন্য ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২। শালিমার স্টেশনে ৯৯০৩৩৭০৭৪৬ ফোন করে তথ্য পাওয়া যাবে এই দুর্ঘটনা সংক্রান্ত। এছাড়া রাজ্য সরকারের তরফে ০৩২২২২২৬৯২৪ এবং ০৩২২২২২৮০৪৪- দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
রেল সূত্রে খবর, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী টিম গিয়েছে ঘটনাস্থলে। ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যে সকল রেলযাত্রী বেঁচে ফিরেছেন, তাদের চোখেমুখে একদিকে যেমন বেঁচে ফেরার আনন্দ, অন্যদিকে তেমনই তীব্র আতঙ্ক। তাদের অনেকেই জানিয়েছেন, দুর্ঘটনা হওয়ার এক মিনিট আগেও বুঝতে পারেন নি যে এত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। ইঞ্জিন থেকে প্রথমের ৬টা বগি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। জানলা কেটে বের করা হচ্ছে যাত্রীদের।