রাজ্য

আজই বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন, আগেই পৌঁছেছেন রেলমন্ত্রী

ওড়িশার বালেশ্বরে এখন শুধু মৃত্যু মিছিল। গতকাল, শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। আজ, শনিবারই দুর্ঘটনাস্থলে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। যাবেন কটক হাসপাতালে, দেখা করবেন আহতদের সঙ্গে।

গতকাল, শুক্রবার সন্ধ্যায় তিন ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চারদিকে শুধুই হাহাকার, স্বজনহারা কান্না ঘুরছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৪০ ছুঁইছুঁই। আহত ৬০০-এর বেশি। ট্রেনের কামরায় এখনও অনেকে আটকে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

আজ, শনিবার সকালেই সেখানে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল রাতেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন হয়েছে। সেই কমিটিই দুর্ঘটনার তদন্ত চালাবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজে বেশি জোর দেওয়া হচ্ছে। কটক, কলকাতা, ভুবনেশ্বর শহরে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। রেলমন্ত্রীর আর্জি, “দুর্ঘটনা নিয়ে রাজনীতি করবেন না”।

এদিকে, আজই বালেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হেলিকপ্টারে রওনা দিয়েও দিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। কথা বলবেন আহতদের সঙ্গে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও রয়েছেন দুর্ঘটনাস্থলে।

Back to top button
%d bloggers like this: