ভাইরাল

অর্ডার দিয়েছিলেন চিকেন কারী, কিন্তু খাবার পরিবেশন হতেই মিলল ইঁদুরের মাংস, নিন্দার ঝড় শহরের নামী রেস্তোরাঁর বিরুদ্ধে

ধরুন আপনি আপনার পছন্দের কোনও এক রেস্তোরাঁতে খেতে গিয়েছেন। সেখানে গিয়ে নিজের পছন্দের খাবারও অর্ডার দিলেন। বহু মূল্য মানেই খাবারের মানও ভালো, এমনই বিশ্বাস পোষণ করি আমরা। কিন্তু যখন খাবার এল, তখন তা মুখে তোলার সময় যদি দেখেন খাবারের মধ্যে আস্ত এক মরা ইঁদুর পড়ে রয়েছে, তাহলে কী প্রতিক্রিয়া হবে আপনার? এমনই এক ঘটনা ঘটল সম্প্রতি এক যুবকের সঙ্গে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পালি হিলের একটি নামী রেস্তোরাঁয়। সেখানেই বন্ধুকে নিয়ে খেতে গিয়েছিলেন অনুরাগ সিং নামের এক যুবক।  চিকেন ও মাটন থালি অর্ডার দিয়েছিলেন  তিনি। প্রাথমিকভাবে পছন্দের খাবার পেয়ে বেশ তৃপ্তি করেই খেতে শুরু করেছিলেন অনুরাগ। কিন্তু আচমকাই মাংসের স্বাদ একটু অন্যরকম বলে মনে হয় তাঁর।

চিকেন থালির দিকে ভালো করে তাকাতেই আতঁকে ওঠেন অনুরাগ। খাবারের মধ্যে যে দৃশ্য তিনি দেখলেন, তা দেখে চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় ছিল অনুরাগের। তিনি দেখেন খাবারের মধ্যে একটি আস্ত মরা ইঁদুর। তৎক্ষণাৎ রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অনুরাগ এবং তাঁর বন্ধু। তবে রেস্তোরাঁর ম্যানেজার তাতে আমল দেননি।

এরপর কী করেন ওই যুবক?

এই খাবারের ছবি টুইটারে শেয়ার করে তা মুম্বই পুলিশকে ট্যাগ করে অনুরাগ। সেই শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে খাবার আস্ত মরা ইঁদুর রয়েছে। রেস্তোরাঁর ম্যানেজার তাঁর কথায় পাত্তা না দেওয়ায় বান্দ্রা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন অনুরাগ। সেই ভিত্তিতেই ওই রেস্তোরাঁর ম্যানেজার, রাঁধুনি ও ওয়েটারের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

বলে রাখি, দিন কয়েক আগেই পাঞ্জাবের একটি রেস্তোরাঁর খাবারেও ইদুঁর পাওয়া গিয়েছিল। নামী-দামি রেস্তারাঁয় এমন খাবারের মানের নমুনা সামনে আসায় রীতমতো নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে লাইসেন্স বাতিলের দাবী জানান নেটিজেনদের একাংশ।

Back to top button
%d bloggers like this: