মাত্র ১৭২ টাকা খরচ করে গোটা মাস চালান বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ডিজাইনের মতোই বাইক এল বাজারে

বর্তমানে মূল্যবৃদ্ধির যুগে মানুষ জ্বালানিচালিত বাইকের থেকে ইলেকট্রিক বাইকের দিকে বেশি ঝুঁকছে। ইলেকট্রিক স্কুটারের রমরমা তো রয়েছেই বাজারে, তবে এবার ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তাও বাড়ছে ধীরে ধীরে। রোডস্টার, স্পোর্টস, ক্রুজার নানান ডিজাইনের ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। এবার এক আকর্ষণীয় ই-বাইক এল বাজারে যা হার মানাবে তুখোড় তুখোড় বাইককেও।
কী নাম এই বাইকের?
এই ই-বাইকের নাম Cyborg Armour। এটি একটি ত্রুজার ডিজাইনের ইলেকট্রিক মোটরসাইকেল। ভারতের বাজারে এই মুহূর্তে ক্রজার ইলেকট্রিক বাইক খুব একটা নেই। এই বাইকের অন্যতম চমকগুলির মধ্যে রয়েছে এর ফিচার্স এবং রানিং কস্ট।
কী কী ফিচার্স রয়েছে এই বাইকে?
Cyborg Armour ইলেকট্রিক বাইকে রয়েছে মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক যা হারলে-ডেভিডসন এবং রয়্যাল এনফিল্ডের বাইকগুলিতে দেখা যায়। এ ছাড়া রয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি টেল লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এটিকে ত্রুজার বলার আরও একটি কারণ হল বাইকের ফুটরেস্ট রয়েছে সামনের দিকে।
এই বাইকে রয়েছে ১৭ ইঞ্চি চওড়া টায়ার। এছাড়াও মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জার, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, পার্কিং মোড ইত্যাদি। এই বাইকে ৩.২৪ কিলোওয়াটের রিমুভেবেল ব্যাটারি প্যাক রয়েছে এই বাইকে।
মাইলেজ কেমন এই বাইকের?
সংস্থার দাবী, এই ব্যাটারি ফুল চার্জ হতে ৩-৪ ঘণ্টা সময় নেয়। যদিও এই বাইকের একটি ভেরিয়েন্ট ও রঙই বাজারে রয়েছে আপাতত। কেবল কালো রঙয়েই কেনা যাবে এই ইলেকট্রিক ত্রুজার বাইক। পেট্রল বাইকে যেখানে ১০০ টাকা তেল ভরে সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, সেখানে এই বাইক ফুল চার্জে ১৫০ কিমি রাস্তা যেতে পারে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, Cyborg Armour বাইক তিন বছর চালানোর জন্য ৬,২২০ টাকা খরচ হবে। যদি কেউ প্রতি মাসে ১,০০০ কিলোমিটার করে তিন বছর এই বাইকে চালায়, তাহলে এই টাকা খরচ করতে হবে। হিসাব অনুযায়ী, প্রতি মাসে এই বাইক চালাতে ১৭২ টাকা খরচ হবে।
কত দাম এই বাইকের?
বাজারে এই বাইকের এক্স-শোরুম দাম ১.৮৫ লক্ষ টাকা। ইলেকট্রিক বাইকের বাজারে Cyborg Armour-এর প্রতিদ্বন্দ্বী হল Komaki Ranger। আর জ্বালানি চালিত বাইকের ক্ষেত্রে Royal Enfield Classic ও Royal Enfield Hunter এই বাইকের প্রতিদ্বন্দ্বী।