প্রযুক্তি

কারোর প্রোফাইল চেক করতে গেলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, অদ্ভুত সব কাণ্ড Facebook-এ, বিক্ষুব্ধ ব্যবহারকারীরা

গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে ফেসবুক। এখন ফেসবুকের ব্যবহার শুধুমাত্র তরুণ প্রজন্মের মধ্যেই আটকে নেই, অনেক মাঝবয়সী বা বয়স্ক লোকজনও জড়িয়ে পড়েছেন এই ফেসবুকের মোহে।

নিজের প্রিয়জনের সঙ্গে চ্যাট করাই হোক বা অচেনা-অপরিচিত কোনও মানুষের সঙ্গে বন্ধুত্ব করাই হোক, ফেসবুক এগিয়ে সবেতেই। বর্তমান যুগে যখন সকলের হাতে হাতে স্মার্টফোন ঘুরছে, এমন সময় সকলের ফোনে আর কোনও সোশ্যাল মিডিয়ায় অ্যাপ থাক আর না-ই থাক, ফেসবুকটি কিন্তু থাকে।

নানান জনের নানান উদ্দেশ্য থাকলেও মূলত বন্ধুত্ব করা ও নিজের প্রিয়জন বা ফেসবুকে পরিচিত হওয়া ব্যক্তির সঙ্গে নানান তথ্য আদানপ্রদান, এটাই ফেসবুক করার মূল উদ্দেশ্য। ফেসবুকের মাধ্যমে আমরা যেমন নিজেদের মনের ভাব, নিজের মতামত জনসমক্ষে ব্যক্ত করতে পারি, তেমনই আবার দুনিয়ার কোথায় কী চলছে না চলছে, সেই সম্পর্কেও জানতে।

ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের একে অপরের সঙ্গে বেঁধে রাখার মাধ্যম। আমরা যেমন অনেকদিনের পুরনো বন্ধু যার সঙ্গে দীর্ঘদিন দেখা নেই, কথা নেই তাঁর সঙ্গে ফের একাত্ম হতে পারি, তেমনই আবার নতুন নতুন বন্ধু বানিয়ে নিজেদের ভালো রাখতেও পারি। কিন্তু ভাবুন তো, আপনার অজান্তে বা আপনার মত ছাড়াই যদি কোনও ব্যক্তির কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়, তাহলে কী হবে?

কী ভাবছেন তো এমনটা কীভাবে সম্ভব? আপনি নিজের থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালে, কীভাবে কারোর কাছে আপনার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যেতে পারে? এমনটাই হচ্ছে এখন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না চাইলেও ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে ব্যবহারকারীর কাছে।

আসলে, সম্প্রতি কিছু ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করছেন যে তারা ফেসবুকে কোনও ব্যক্তিকে খুঁজতে গেলে সেই ব্যক্তির কাছে আপনা হতেই ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে। অনেকেই এই অভিযোগ তুলেছেন ফেসবুকের বিরুদ্ধে। তাদের কথায়, তারা হয়ত কোনও অচেনা ব্যক্তি বা এমন কোনও ব্যক্তিকে ফেসবুকে খুঁজছেন যারা তাঁর প্রোফাইলে নেই, কিন্তু সেই খোঁজ করতে গেলেই সেই ব্যক্তির প্রোফাইলে নাম খুঁজতে থাকা ব্যক্তির প্রোফাইল থেকে চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট।

এর জেরে বেশ ধন্ধে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। কারণ কোনও ব্যক্তিকে ফেসবুকে খুঁজলেই যে আমরা তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তেমনটা নয়। কিন্তু সেই খুঁজতে গিয়ে যদি তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গিয়ে থাকে, তাহলে তা বেশ লজ্জার কারণ হয়ে দাঁড়ায় বৈ কী!

অনুমান করা হচ্ছে, ফেসবুকের কোনও ত্রুটির কারণেই হয়ত এই সমস্যা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফেসবুকের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আশা করা যায়, সংস্থার তরফে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

Back to top button
%d bloggers like this: