মধ্যবিত্তদের নাগালের মধ্যে দারুণ মাইলেজের দুর্দান্ত বাইক, ৭০ হাজারেরও কম দামে মিলছে এই বাইকগুলি

বর্তমান যুগে বাইক যে কতটা প্রয়োজনীয় তা আর আলাদা করে বলার দরকার পড়ে না। নানান গ্রাহকের নানান ধরণের বাইক পছন্দ। কেউ প্রিমিয়াম বাইক চান তো কারোর আবার দুর্দান্ত মাইলেজের বাইক পছন্দ। অনেকেরই বাইক কেনার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত বাজেট থাকে।
তবে এবার ১ লক্ষ টাকাও খরচ করতে হবে না। এবার ৭০ হাজারেরও কম দামে মিলবে দারুণ সব বাইক যাতে রয়েছে বেশ স্পোর্টি লুক ও দুর্দান্ত মাইলেজ। এই বাজেটের মধ্যে কী কী বাইক মিলবে, একবার দেখে নেওয়া যাক-
Hero HF Deluxe
এই মোটরবাইকে ইঞ্জিন রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার। যদি মাইলেজ ভেবে এই বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বলে রাখি, এটির গ্রাফিক্সও বেশ আকর্ষণীয়। HF 100 এর থেকে সামান্য বেশি দাম এই বাইকের। এক্স-শোরুম মূল্য ৬৭,৫৫২ টাকা (এক্স-শোরুম)। হিরো এইচএফ ডিলাক্সে মাইলেজ রয়েছে প্রতি লিটারে ৬৫ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে এই বাইক।
Hero HF 100
হিরো মটোকর্পের দুর্দান্ত একটি মোটরসাইকেল HF 100। কম দামে দারুণ মাইলেজ দিয়ে থাকে এই মোটরসাইকেল। Hero HF 100 এর দাম ৫৭,২৩৮ টাকা (এক্স-শোরুম)। এই বাইকে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে ফুয়েল ইনজেকটেড প্রযুক্তি। এই বাইকের ট্রান্সমিশন রয়েছে ৪ স্পিড গিয়ার। বাইকটি প্রতি লিটারে ৭০ কিমি মাইলেজ দিয়ে থাকে। বাইকের ব্রেকিং রয়েছে ড্রাম ব্রেক।
Bajaj Platina
বছরের পর বছর ধরে মানুষের ভরসা যুগিয়ে আসছে বাজাজ প্ল্যাটিনা। এতে রয়েছে ১০২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক ৭.৭ ব্রেক হর্সপাওয়ার এবং ৮.৩০ এনএম টর্ক তৈরি করে। বাজাজ প্ল্যাটিনা মাইলেজ দিয়ে থাকে প্রতি লিটারে ৬৫ কিলোমিটার। দারুণ মাইলেজ হওয়ার পাশাপাশি বাইকের দামও বেশ কম। বাজারে Bajaj Platina এর এক্স-শোরুম দাম রয়েছে ৬৫,৯৪৩ টাকা।
Honda Shine 100
গত মার্চ মাসে এই কমিউটার মোটরসাইকেল লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.২ ব্রেক হর্সপাওয়ার এবং ৮ এনএম টর্ক তৈরি করে। বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার বলে দাবি করেছে হন্ডা। হিরো স্প্লেন্ডরকে টক্কর দিতে এই বাইক হাজির করে হন্ডা। নিত্য যাতায়াতের জন্য এই বাইক কার্যকর হতে পারে। ভারতে হন্ডা সাইন 100 এর দাম ৬৫,০০০ টাকা (এক্স-শোরুম)।
Bajaj CT 100
তেল খরচের পাশাপাশি বাইকের অনুসাঙ্গিক খরচও বেশ কম। যার ফলে লম্বা যাত্রার জন্য সিংভাগ মানুষের পছন্দ এই বাইক। এতে রয়েছে ১০২ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন সঙ্গে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। অনুর্বর জমিতেও বাইকটি ভালো পারফরম্যান্স দিতে পারে। এর অন্যতম কারণ এটির হাইড্রলিক-টেলস্ক্পিক ফ্রন্ট এবং স্প্রিং ইন স্প্রিং সাসপেনশন। বাইকের মাইলেজ রয়েছে ৭০ কিলোমিটার, Bajaj CT 100 এর দাম ৫২,৬২৮ টাকা (এক্স-শোরুম)।