প্রযুক্তি

OLA, Ather এখন অতীত, চার ঘণ্টা দিলেই এবার ১৭০ কিলোমিটার পথ দৌড়বে এই ইলেকট্রিক স্কুটার, দামও সাধ্যের মধ্যেই

পেট্রোলের খরচে রাশ টানতে এখন অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের দিকে। বাজারে ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনদিন বাড়ছে। ইলেকট্রিক স্কুটারের বাজারে Ola Electric ও Ather Energy-র নাম বিশেষ পরিচিত। এবার তাদের জোর টক্কর দিতে ময়দানে নামল Odysse Hawk Plus।

এই স্কুটারে ফুল চার্জ দিলেই ১৭০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবী করা হয়েছে। অর্থাৎ একবার ব্যাটারি ফুল করলে টানা এক সপ্তাহ নিশ্চিন্তে স্কুটার চালাতে পারবেন। জানা গিয়েছে, স্কুটারের কার্ব ওয়েট কেবল ১২৮ কেজি ও ১৫০ কেজির ওজন বহন করতে পারে।

এই Odysse Hawk Plus প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার ছুটতে পারে। ব্রেকিংয়ের জন্য রয়েছে ডিস্ক ব্রেক। অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতো এতেও রয়েছে একাধিক ফিচার্স। হাই রেঞ্জ ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখুন।

কত দাম এই হাই রেঞ্জ ইলেকট্রিক স্কুটারের?

ভারতে Odysse Hawk Plus স্কুটারের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১ লক্ষ ১৭ হাজার টাকা। বাজারে এটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, Lite এবং Hawk Plus।

এই স্কুটারে কী কী ফিচার্স রয়েছে?

ইলেকট্রিক স্কুটারে মিলবে সম্পূর্ণ ডিজিটাল কনসোল যেখানে ব্যাটারি ও অন্যান্য আপডেট সম্পর্কে নানা তথ্য দেখতে পাবেন। এ ছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইউএসবি চার্জিং সিস্টেম। স্মার্টফোন কানেক্ট করা যাবে স্কুটারে। যেমনটা আজকাল ক্রেতারা চান।

এ ছাড়া গান শোনার জন্য রয়েছে মিউজিক সিস্টেম। স্কুটার যাতে চুরি না যায় তার জন্য রয়েছে অ্যান্টি থেফট অ্যালার্ম। হার্ডওয়্যারের ক্ষেত্রে মজুত সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। চার্জিংয়ের জন্য রয়েছে থ্রি পিন সকেট।

ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ২.৮৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন পোর্টেবেল ব্যাটারি প্যাক। দাবি করা হয়েছে, স্কুটারটি ফুল চার্জ হতে সময় নেয় চার ঘণ্টা। স্কুটারের উচ্চতা রয়েছে ৮৩০মিলিমিটার এবং অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার পাওয়া যাবে।

Back to top button
%d bloggers like this: