প্রযুক্তি
DSLR-কে দেবে জোর টেক্কা, ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন এল বাজারে, আর কী কী ফিচার্স রয়েছে ফোনে?

এবার যা মনে হচ্ছে DSLR-র দিন শেষ হতে চলেছে। কারণে স্মার্টফোনেই যদি অত্যাধুনিক ক্যামেরার মতো ছবি ওঠে, তাহলে আর আলাদা করে লাখ লাখ টাকা খরচ করে ক্যামেরা কেনার মানে কী! এবার বাজারে এল ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন যাতে উঠবে স্ক্রিস্টাল ক্লিয়ার ছবি।
এই নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Honor। নাম Honor 90 5G। প্রায় তিন বছর পর নতুন স্মার্টফোন বাজারে আনল এই কোম্পানি। এই ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রয়েছে 5G-র সুবিধা সঙ্গে আরও একঝাঁক আকর্ষণীয় সব ফিচার্স।
কী কী ফিচার্স রয়েছে এই Honor 90 5G ফোনে?
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির তীক্ষ্ণ ১.৫K কোয়াড অ্যামোলেড ডিসপ্লে।
- এই ডিসপ্লের রিফ্রেস রেট ১২০ হার্টজ। এই স্মার্টফোনের ডিসপ্লে বা ভিজ্যুয়াল অভিজ্ঞতা ভালো মতো উপভোগ করতে পারবেন গ্রাহকরা, এমনটাই আশা করা যায়।
- এই ফোনে মাল্টি টাস্কিংয়ের জন্য রয়েছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ১ চিপসেট।
- এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ মেগাহার্টজ।
- সর্বোচ্চ ৬৫ ওয়াট ক্ষমতা সম্পন্ন সুপার চার্জিংয়ের সুবিধা রয়েছে এই ফোনে।
- Honor 90 5G ফোনের সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে স্টোরেজ।
- Honor 90 5G ফোনের ক্যামেরায় ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
- এই ক্যামেরা দিয়ে 4K রেকর্ডিং, সুপার ম্যাক্রো এবং নাইট শটও নেওয়া যাবে।
- ফ্রন্টে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর।
- ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।
- কানেক্টভিটির ক্ষেত্রে এওই ফোনে থাকছে 5G, 4G LTE, USB টাইপ, ব্লুটুথ, জিপিএস।
কত দাম Honor 90 5G ফোনের?
এই Honor 90 5G ফোন দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি হল ৮ জিবি + ২৫৬ জিবি, যার দাম ৩৭,৯৯৯ টাকা আর অপরটি হল ১২ জিবি + ৫১২ জিবি, যার দাম ৩৯,৯৯৯ টাকা। আজ, ১৫ সেপ্টেম্বর থেকেই এই স্মার্টফোনের সেল শুরু হবে। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে সহজেই এই Honor 90 5G ফোনটি অর্ডার করতে পারবেন গ্রাহকরা।