এবার কী বাইকেও লাগাতে হবে ফাস্ট্যাগ, বাইকের সামনেই বসবে স্টিকার, আসল সত্যিটা কী? জেনে নিন

টোল প্লাজাগুলিতে টোল ট্যাক্স দেওয়ার সময় আগে গাড়ির লাইন পড়ে যেত। তবে FASTag চালু হওয়ার পর থেকে সেই ঝক্কি কমেছে। এখন টোলপ্লাজায় গেলে গাড়ির উইন্ডো স্ক্রিনে লাগানো ফাস্ট্যাগ স্টিকার স্ক্যান হয়ে স্বয়ংক্রিয়ভাবেই টাকা কেটে নেয়। এর জেরে একদিকে যেমন লাইন দেওয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলেছে তেমনই আবার গোটা প্রক্রিয়াটিই হয়েছে অনলাইন।
সম্প্রতি, নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন গুঞ্জন ছড়াচ্ছে যে এবার থেকে নাকি বাইকেও ফাস্ট্যাগ স্টিকার বসাতে হবে। সেই নিয়ে বাইক আরোহীদের বেশ কৌতূহল জেগেছে। এই ফাস্ট্যাগ স্টিকার না লাগালে কী কী সমস্যায় পড়তে হতে পারে, তা নিয়েও বেশ চিন্তায় পড়েছেন বাইক আরোহীরা?
কেন্দ্রের নিয়ম কী?
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, কেবল চার চাকা, ট্রাক, বাস ও ভারী যানবাহনগুলিকে টোল প্লাজায় ট্যাক্স জমা করতে হয়। তাহলে বাইকে ফাস্ট্যাগ ব্যবহার করার দরকার নেই এই কথাই ভাবছেন নিশ্চয়ই। যেহেতু ট্যাক্স দেওয়ার কোনও নিয়ম নেই তাই স্বাভাবিক ভাবেই মোটরসাইকেলে ফাস্ট্যাগ ব্যবহার করারও কোনও যৌক্তিকতা নেই।
কাদের জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক?
২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়। এই নিয়ম মেনে চলতে বলা হয় সমস্ত বাণিজ্যিক ও ব্যক্তিগত চার চাকা মালিকদের। কেউ যদি ফাস্ট্যাগ ব্যবহার না করে তাহলে তার থেকে দ্বিগুণ অর্থ আরোপ করা হয়।
পাশাপাশি থার্ড পার্টি বিমার ক্ষেত্রে ফাস্ট্যাগ থাকা জরুরি। আপনি যদি আপনার গাড়ির জন্য থার্ড পার্টি বিমা করাতে যান তাহলে ফাস্ট্যাগ দেখানো বাধ্যতামূলক। একটি ফাস্ট্যাগ একটি গাড়ির জন্যই বৈধ। সরকারের পক্ষ থেকে ফাস্ট্যাগের মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে ৫ বছর।