প্রযুক্তি

দারুণ খবর দিলেন মুকেশ আম্বানি, মধ্যবিত্তদের জন্য এবার সস্তায় ল্যাপটপ আনছে জিও, দাম শুনলে চমকে উঠবেন

কম দামে ফোন লঞ্চ করে সকলকে চমকে দিয়েছিলেন মুকেশ আম্বানি। আমজনতা যারা বেশি দামের কারণে ইচ্ছা থাকলেও স্মার্টফোন কিনতে পারেন না, তাদের কথা মাথায় রেখেই খুবই কম দামের মধ্যে স্মার্টফোন লঞ্চ করেছে জিও। এবার পালা ল্যাপটপের। খুবই কম দামের মধ্যে এবার ল্যাপটপ আনছে জিও। ই-কমার্স সাইট অ্যামাজনে এই ল্যাপটপের একটি টিজারও দেখা গিয়েছে।

কবে লঞ্চ হচ্ছে এই ল্যাপটপ?

বিগত কয়েক মাস ধরেই এই ল্যাপটপ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে, তা নিয়ে অফিশিয়ালি এতদিন কিছু জানা যায়নি। গত বছর জিও বুক লঞ্চ করেছিল সংস্থা। মনে করা হচ্ছে এই ল্যাপটপটি ওই জিও বুকের আপডেটেড ভার্সন হবে। এই ল্যাপটপের নাম জিও বুক ল্যাপটপ। মনে করা হচ্ছে, আগামী ৩১শে জুলাই লঞ্চ হতে পারে এই ল্যাপটপ।

কী কী থাকবে এই নতুন জিও বুক ল্যাপটপে?  

সাধারণ আধুনিক ল্যাপটপে যা যা ফিচার্স থাকে, সেই সমস্ত ফিচার্সই থাকবে এই ল্যাপটপে।  এই জিও বুক ল্যাপটপে থাকবে 4G কানেকশন এবং Octa-Core প্রসেসর। সংস্থার দাবী, এই প্রসেসর এহাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিম করতে সাহায্য করবে।

এর পাশাপাশি এই ল্যাপটপে মাল্টি-টাস্কিং, সফটওয়্যার, নানারকম ভিডিও এবং গেমিং করা যাবে। নতুন জিও বুক ল্যাপটপের ওজন থাকবে 990 গ্রাম। সংস্থা সূত্রে খবর, এই ল্যাপটপের দামও রাখা হবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। 2022 সালে যে জিও বুক লঞ্চ হয়, তার দাম রাখা হয়েছিল ২০,০০০ টাকা।

২০২২ সালের জিও বুকের ফিচার্স

এই ল্যাপটপে রয়েছে ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ভিডিও কলের জন্য সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসাবে Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 665 রয়েছে এতে। সঙ্গে রয়েছে ২ জিবি র‌্যাম। স্টোরেজের ক্ষেত্রে ৩২ জিবি eMMC স্টোরেজ রয়েছে এতে যা সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণ হতে পারে।

এই ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম রয়েছে তা হল JioOS। এই ডিভাইসে মোবাইলের মতোই জিও স্টোরে এবং অন্যান্য থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যায়। ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ মেগাহার্টজ যা ফুল চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে বলে জানিয়েছে জিও।অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.০ HDMI পোর্ট, জিও সিম কার্ড ৪জি সাপোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

Back to top button
%d bloggers like this: