রাজ্য

বাজার জুড়ে নকল ম’দ, আসল ম’দ চেনার জন্য এবার দোকানে দোকানে থাকবে ‘কথা বলা পেন’

ম’দও আবার নকল হয় নাকি? এমন প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। তবে হ্যাঁ, রমরমিয়ে নকল ম’দের ব্যবসা চলছে তাও আবার এই বঙ্গে। নানান প্রান্তে বিদেশি ম’দের ভেজাল বিক্রি চলছে। দামী হুইস্কি ও স্কচের ভেজালে বাজার ছেয়ে গিয়েছে বলা যায়। এই নকল ম’দ বিক্রি ঠেকাতে এবার এক বিশেষ ব্যবস্থা নিল আবগারি দফতর।

কী ব্যবস্থা নেওয়া হল আবগারি দফতরের তরফে?

সূত্রের খবর, নকল ম’দ বিক্রি ঠেকানোর জন্য এবার থেকে প্রত্যেক ম’দের দোকানে থাকবে টকিং পেন বা কথা বলা পেন। জানা গিয়েছে, এই পেনটি ম’দের বোতল বা বাক্সের গায়ের হলোগ্রামে যদি ঠেকানো হয়, তাহলে তা বলে দেবে সেই ম’দ আসল না কি নকল।

আবগারি দফতরের তরফে রাজ্যের খুচরো ম’দ বিক্রেতাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই টকিং পেন বা কথা বলা পেন কিনে নেন। এই পেনটির দাম প্রায় ৩ হাজার টাকা। আবগারি দফতর সূত্রে খবর, এই পেনটি একটি বৈদ্যুতিন যন্ত্র। এই পেনের গায়ে মুদ্রিত থাকবে আবগারি দফতরের নাম।

আবগারি দফতরের কথায়, খুচরো ম’দ ব্যবসায়ীরা সরকারি সংস্থা ‘বেভকো’ থেকে ডিস্ট্রিবিউটারদের থেকে বিদেশি ম’দ কেনেন। কিন্তু এর বাইরেও কিছু অসাধু দোকানদার রয়েছে যারা বাইরে থেকে নকল ম’দ কেনে। সেই ম’দের বোতল এমনভাবেই তৈরি যে তা দেখে বোঝার উপায় নেই যে সেটি নকল। বোতল খুললে সেই ঝাঁঝালো গন্ধ, স্বাদ সবই রয়েছে।

Back to top button
%d bloggers like this: