১ কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা, মধ্যবিত্তদের কথা ভেবে দারুণ ই-বাইক নিয়ে হাজির TATA

বর্তমানে জ্বালানির জ্বালায় মানুষ ইলেকট্রিক বাইক বা স্কুটারের দিকেই ঝুঁকছে। এবার বাজারে এক নতুন ইলেকট্রিক বাইক এনে তাক লাগাল টাটা গোষ্ঠী সমর্থিত Stryder। ইতিমধ্যেই অনেক ই-বাইক লঞ্চ হয়েছে বটে তবে তাদের মধ্যে Stryder Zeeta অন্যতম।
কেমন রেঞ্জ এই ই-বাইকের?
এই ই-বাইকে রয়েছে 36 V 250 W BLDC হাব মোটর। সংস্থার দাবী, যে কোনও রাস্তায় মসৃণ রাইডিং দিতে সক্ষম এই বাইক। এই ই-বাইক ফুল চার্জ হতে সময় নেয় ৩ ঘণ্টা। ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ই-বাইক। ১ কিলোমিটার পথ যেতে চালকের খরচ হবে মাত্র ১০ পয়সা, এমনটাই দাবী সংস্থার। অর্থাৎ ১ টাকাতেই এই ই-বাইকে চড়ে যাওয়া যাবে দশ কিলোমিটার পথ।
স্টাইলিশ ডিজাইন সম্পন্ন এই ই-বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। অনেকেই রয়েছেন যারা নিয়মিত সাইক্লিং করতে ভালোবাসেন। শরীরচর্চার জন্য সাইকেল চালান অনেকেই। তাদের কাছে এই ই-বাইক বেশ কার্যকরী হতে পারে।
আর কী কী বৈশিষ্ট্য রয়েছে এই ই-বাইকে?
এই বাইকের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অটো-কাট ব্রেক। দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। যা ভেজা রাস্তায় চাকা যাতে না হড়কায় তা নিশ্চিত করে। স্টিল ফ্রেম দিয়ে তৈরি এই বৈদ্যুতিক বাইক।
কত দাম এই ই-বাইকের?
এই Zeeta Plus-এর দাম 26,995 টাকা। সবুজ ও ধূসর এই দুই রঙে পাওয়া যাবে ইলেকট্রিক বাইক।
সংস্থার কী দাবী এই ই-বাইক সম্পর্কে?
নতুন ই-বাইক প্রসঙ্গে স্ট্রাইডারের ব্যবসায়িক প্রধান রাহুল গুপ্তার দাবী, “স্ট্রাইডার একটি সস্তা পরিবহণ বিকল্প প্রদানের জন্য নিবেদিত। তারা শক্তি দক্ষ এবং স্বাস্থ্যকর দেশের জন্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সচেতন ভ্রমণকারীদের জন্য পরিবেশ বান্ধব সমাধান দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে স্ট্রাইডার”।