এবার মাত্র ২০০০ টাকাতেই পান দুর্ধর্ষ 5G স্মার্টফোন, দুর্দান্ত অফার নিয়ে হাজির Nothing, দেরি করলেই সুযোগ মিস

নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Nothing। শুরু হয়ে গিয়েছে এই ফোনের প্রি-বুকিংও। Nothing ওয়ানের পর এবার আসতে চলেছে Nothing Phone (2)। কবে লঞ্চ হবে এই ফোন, কী কী ফিচার্স রয়েছে এই নতুন স্মার্টফোনে, তা সবটা জানাল কোম্পানি। জানা যাচ্ছে, মাত্র ২,০০০ টাকাতেই এবার মিলবে এই Nothing Phone (2)।
কবে লঞ্চ হচ্ছে এই ফোন?
২৯ জুন থেকে ফ্লিপকার্টে শুরু হয়েছে এই ফোনের প্রি-বুকিং। এই ই-কমার্স সাইট থেকে এবার মাত্র ২,০০০ টাকা দিয়েই এই ফোনের প্রি-বুকিং সেরে রাখতে পারেন গ্রাহক। আগামী ১১ই লঞ্চ হবে এই স্মার্টফোনটি। লঞ্চ হওয়ার পর প্রি-বুকিং করা গ্রাহকরাই প্রথম পাবেন এই স্মার্টফোন। তবে এই টাকা রিফান্ডেবেল বলে জানিয়েছে ফ্লিপকার্ট। যারা এই ফোন প্রি-বুক করবেন, তারা Nothing Ear-এও ছাড় পাওয়ার সুযোগ পাবে।
কী নতুন চমক আনছে নাথিং?
নতুন এই ফোনে থাকছে নতুন চমক। এই মডেলে যোগ হতে চলেছে Glyph কম্পোজার। এই বৈশিষ্ট্যের সুবিধা হল এবার থেকে Glyph সাউন্ড প্যাক নিজের ইচ্ছা মতো রিংটোন সেট করতে পারবে। সুইডিশ হাউজ মাফিয়া দ্বারা এই রিংটোন কম্পোজ করা হয়েছে। এর জন্য একটি আলাদা অ্যাপ চালু করতে চলেছে নাথিং। শুধুমাত্র নতুন ফোনই নয়, চলতি বছরের শেষের দিকে Nothing Phone (1) এও পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
নাথিং-এর এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চি স্ক্রিন। ফোনে থাকবে ৪.৭০০ মেগাহার্টজ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৮+ জেনারেশন ১ প্রসেসর। যেহেতু এই স্মার্টফোন ভারতে তৈরি হবে সেই কারণে এতে কার্বনের পরিমাণ কম থাকতে পারে। এই ফোনে মিলতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এ ছাড়া মিলবে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও।
কত দাম হতে চলেছে Nothing Phone (2)-এর?
Nothing Phone (2) এর দাম নিয়ে নানা গুজব শোনা যাচ্ছে। ফ্লিপকার্টের পক্ষ থেকেও এখনও এই স্মার্টফোনের দাম প্রকাশ করা হয়নি। তবে অনেকেই মনে করছেন, এই ফোনের দাম ৪০-৫০ হাজারের এর মধ্যেই থাকতে পারে।