রাজ্য

তারাপীঠে ভক্তদের সমাগম! কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে এক বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামীকাল, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষ্যে তাই এবার হাওড়া শাখায় স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আগামী ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, ও শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন।

এই তিনদিন হাওড়া থেকে এই স্পেশ্যাল এক্সপ্রেস ছাড়বে সকাল ৫টা ৪৫ মিনিটে। এইও ট্রেন দাঁড়াবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুশকরা, বোলপুর ও সাঁইথিয়া স্টেশনে।  সকাল ৯টা বেজে ৫০ মিনিটে রামপুরহাট পৌঁছাবে  এই ট্রেন। এই একই ট্রেনই একইদিনে আবার হাওড়ায় ফিরে আসা যাবে। এই স্পেশ্যাল ট্রেনটিই আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলাতেই রামপুরহাট থেকে ছাড়বে। আর তা হাওড়া ঢুকবে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে। 

প্রসঙ্গত, কৌশিকী অমাবস্যার কারণে প্রতি বছরই তারাপীঠে ভক্তদের সমাগম হয়। কাতারে কাতারে মানুষ আসেন তারা মায়ের দর্শন পেতে। এই সময় টিকিটের জন্য হাহাকার পড়ে যায় রীতিমতো। গত মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল এই সময়ের জন্য টিকিট বুকিং। এবার রেলের এই সিদ্ধান্তের জন্য যাত্রীরা বেশ উপকৃত হবেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে কখনও রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণ তো কখনও আবার সিগন্যালের কাজের জন্য প্রায় প্রত্যেক সপ্তাহেই হাওড়া শাখায় বাতিল হয়েছে একাধিক লোকাল। এর জেরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। তবে এবার কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখেই আগের থেকেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। এই সময় যে ভক্তদের ঢল নামবে তারাপীঠে যা জানা কথাই।

Back to top button
%d bloggers like this: