দুর্দান্ত অফার! মাত্র ৬৯৯ টাকাতেই পেয়ে যান অত্যাধুনিক স্মার্টফোন, এই সাইট থেকেই এখনই কিনুন Nothing Phone (1)

আগামী ১১ই জুলাই বাজারে আসছে নতুন নাথিং ফোন (২)। ইতিমধ্যেই এই স্মার্টফোনের কিছু ফিচার্স সম্পর্কে অনলাইনে জানা গিয়েছে। কিন্তু এই নতুন ফোন বাজারে আসার আগে এই ফোনের আগের ভার্সন অর্থাৎ নাথিং ফোন (১) বিক্রি হচ্ছে জলের দরে।
জানা গিয়েছে, নাথিং ফোন (১) এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ভেরিয়েন্টের ফোনে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। ৮ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। ই-কমার্স সাইটে নাথিং ফোন (১) এর দাম রয়েছে ২৯,৯৯৯ টাকা। কিন্তু অত টাকা খরচ করতে হবে না আপনাকে। মাত্র ৬৯৯ টাকাতেই আপনি বাড়ি আনতে পারবেন নাথিং ফোন (১)।
কোথায় মিলছে এই অফার?
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বিগ সেভিংস ডে সেল চলছে ফ্লিপকার্টে। সেই কারণেই এমন ছাড়। তবে এই ছাড় পেতে একটা ছোট্ট কাজ করতে হবে আপনাকে। এই নাথিং ফোন (১) কেনার জন্য আপনার পুরনো স্মার্টফোনটি আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জের মাধ্যমে ২৯,৩০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। বাকি ৬৯৯ টাকা দিয়ে ঘরে নিয়ে যান নাথিং ফোন (১)। তবে এই অফার কিন্তু মিলবে শুধুমাত্র ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোন এক্সচেঞ্জের ক্ষেত্রেই।
নাথিং ফোন (১)-এ কী কী ফিচার্স রয়েছে দেখে নেওয়া যাক-
নাথিং ফোনে (১) এ ডিসপ্লে রয়েছে ৬.৫৫ ওএলইডি প্যানেল সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস সুরক্ষিত রাখবে। স্মার্টফোনে নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গাররিন্ট সেন্সর অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২ যা অ্যান্ড্রয়েড ১৩-তে আপগ্রেড করা যাবে।
এই ফোনের প্রসেসর হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। এই ফোনে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় মিলবে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা এবং এইচডিআর সাপোর্ট।
এই ফোনের ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। নাথিং ফোন (১)-এ ব্যাটারি ক্যাপাসিটি ৪,৫০০ মেগা হার্টজ এবং ৩৩ ওয়াট ওয়্যারড চার্জিং। এ ছাড়া এতে রয়েছে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং। ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে এই ফোনে। এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৭০ মিনিট। কানেক্টিভিটির ক্ষেত্রে ইউএসবি টাইপ-সি ২.০ ৫জি সাপোর্ট পাওয়া যাবে এই নাথিং ফোন (১)-এ।