ভাইরাল

চার চাকার খাটিয়া! রাস্তায় দেখা মিলল অদ্ভুত গাড়ির, খাটিয়া গাড়ি বানিয়ে তাক লাগালেন যুবক, গাড়ির কারিগরকে কুর্ণিশ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার

আজকাল শহরতলিতে ভ্যান বা রিক্সাতে ইঞ্জিন লাগানোর বিষয় চোখে পড়েই থাকে। এর জেরে চালকের শারীরিক পরিশ্রম অনেকটা লাঘব হয়। এবার আরও এক অভাবনীয় সৃষ্টি করে গোটা দেশবাসীকেই তাক লাগালেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ‘খাটিয়া গাড়ি’। সেই ভিডিও দেখে আবার গাড়ির কারিগরকে কুর্ণিশ জানালেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি পেট্রোল পাম্পে খাটিয়া দিয়ে তৈরি একটি গাড়ি চালাচ্ছেন। গাড়িটিতে একটি ইঞ্জিন এবং চারটি চাকা রয়েছে। অনন্য উপায়ে ডিজাইন করা হয়েছে ওই গাড়ি।

ওই গাড়িতে চালকের জন্য একটি স্টিয়ারিং হুইলও রয়েছে আবার। যা ঘুরিয়ে দিক বদল করছেন ব্যক্তি। দ্রুত ভাইরাল হয় এই ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিওটি রাজস্থানের। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এই ‘খাটিয়া গাড়ি’র প্রশংসা করে রিটুইট করেন। আর তাতে আরও বেশি করে জনপ্রিয় হয় এই পোস্টটি।

এই ভিডিও রিটুইট করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, “আমি অন্তত দশজন বন্ধুর কাছ থেকে এই ভিডিওটি পেয়েছি। প্রত্যন্ত অঞ্চলে ব্যতিক্রমী পরিস্থিতিতে এই গাড়ি অসুস্থকে হাসপাতালে পৌঁছাতে বিশেষ কাজে আসবে”।

তাঁর এই পোস্টের পরই রীতিমতো লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে যায় ওই ভিডিওতে। নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তির উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। একজন লিখেছেন, “প্রত্যন্ত অঞ্চলে জীবন রক্ষাকারী হতে পারে এই গাড়ি, এতে কোনও সন্দেহ নেই”।

Back to top button
%d bloggers like this: