২৬,০০০ টাকার ফোন এবার হাতে পান মাত্র ১,৫০০ টাকাতেই, দারুণ অফার মিলছে এই 5G স্মার্টফোনে

সামনেই দুর্গাপুজো। এবার কী জামাকাপড়ের সঙ্গে নতুন স্মার্টফোন কেনার কথাও ভাবছেন? তাহলে আর দেরি কীসের! খুবই কম দামে এবার কিনে নিন 5G স্মার্টফোন। ২৬ হাজারের ফোন হাতে পান মাত্র ১,৫০০ টাকায়। এমনই দুর্দান্ত অফার মিলছে Samsung Galaxy M33 5G ফোনে।
প্রথমেই জেনে নেওয়া যাক Samsung Galaxy M33 5G ফোনের নানান ফিচার্স
- Samsung Galaxy M33 5G ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২.০ ভিত্তিক One UI 4 অপারেটিং সিস্টেম।
- Exynos ১২৮০ অক্টা-কোর ২.৪GHz 5nm প্রসেসরের সাহায্যে এই স্মার্টফোন চালিত হবে। এই প্রসেসরটি ১২ ব্যান্ড সাপোর্ট করে।
- এই স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে।
- এই ফোন FHD+ রেজ়োলিউশন সাপোর্ট করে।
- এই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।
- এই ফোনে মিলবে অত্যন্ত শক্তিশালী ৬০০০ মেগাহার্টজের ব্যাটারি।
- ইন্টেলিজেন্ট ভয়েস ফোকাস, পাওয়ার কুল টেকনোলজি এবং অটো ডেটা সুইচিং রয়েছে এইও ফোনে।
- Samsung Galaxy M33 5G ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই চারটি ক্যামেরার সেন্সরগুলি হল 50MP+5MP+2MP+2MP।
- সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।
কীভাবে এত কম দামে মিলবে এই ফোন?
এমন দারুণ অফার মিলছে জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট Amazon-এ। এই Samsung Galaxy M33 5G ফোনের দাম এই মুহূর্তে ২৫,৯৯৯ টাকা। তবে প্রাথমিক ভাবে এই স্মার্টফোনের উপর সরাসরি ৮,০০০ টাকার ফ্ল্যাট ছাড় মিলছে। এই ছাড়ের ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে ১৭,৯৯৯ টাকা।
তবে যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন, তাহলে আপনি আরও ১,৭৫০ টাকার ছাড় পেয়ে যাবেন। এরপরেই থাকছে সবথেকে বড় অঙ্কের ছাড়। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে Samsung Galaxy M33 5G ফোন কিনতে চান, তাহলে এক্সচেঞ্জ অফারে ১৬,৫০০ টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন আপনি। তবে এই এক্সচেঞ্জ অফারের ছাড় কিন্তু নির্ভর করছে আপনার বর্তমান ফোনের পরিস্থিতির উপর। তাহলে এবার এও সমস্ত ছাড় মেলালে আপনি Samsung Galaxy M33 5G ফোনটি কিনতে পারবেন মাত্র ১,৪৯৯ টাকায়।