খুব কম দামে লঞ্চ হল Oppo A78 স্মার্টফোন, দুর্দান্ত সব ফিচার্সের এই ফোন তাক লাগাবে সকলকে

Oppo-র স্মার্টফিন নিয়ে গ্রাহকদের মধ্যে কোনও দ্বিমত নেই। এই কোম্পানির ফোনের ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা যে সবই অসাধারণ হয়, তা এতদিনে সকলে জেনে গিয়েছেন। গত ১ আগস্ট নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo, নাম Oppo A78। খুবই কম দামের মধ্যে এই স্মার্টফোন সকলকে তাক লাগাতে বাধ্য।
কোথা থেকে কেনা যাবে এই ফোন?
Oppo এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart থেকে কিনতে পারবেন গ্রাহক। এই ফোনে রয়েছে 67W ফাস্ট চার্জিং সহ একটি ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি, Snapdragon 680 SoC এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
আর কী কী ফিচার্স মিলবে Oppo A78 ফোনে?
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে লন হয়েছে এই Oppo A78 স্মার্টফোনটি লঞ্চ করেছে।
- এই ফোনটিতে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, যা 90hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- এই ফোনে গ্রাহকরা স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন। কোম্পানির দাবী, মাত্র ৩০ মিনিটে ৭৩ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এই ফোনে। প্রায় 45 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায় ফোনটি।
- Oppo A78-তে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।
- এই ফোনের সামনে ভিডিও কলিংয়ের জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
কত দাম এই ফোনটির?
Oppo A78-র দাম ১৭,৯৯৯ টাকা। SBI, BOB এবং Kotak Mahindra কার্ডে ১০ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি। এই ফোনটি সবুজ এবং কালো রঙে পাবেন গ্রাহকরা।
আর কী কী ফোন লঞ্চ হল আগস্টে?
গত ১ অগাস্ট Xiaomi এবং Motorola-ও 4G ফোন বাজারে লঞ্চ করেছে। কোম্পানি দু’টি ভ্যারিয়েন্টে Redmi 12 লঞ্চ করেছে, যার মধ্যে একটি ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা আর অন্য ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। Motorola-এর ৮ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এই দু’টি ফোনেই রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।