প্রযুক্তি

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের দাম ১০ হাজারেরও কম, চমকে দেওয়ার মতো স্মার্টফোন নিয়ে হাজির Realme

বিগত কয়েক মাসে একের পর এক নতুন নতুন স্মার্টফোন এসেছে বাজারে। সেসব ফোনের ফিচার্স সত্যিই চমকে দেওয়ার মতোই। এবার গতকাল, বুধবার আরও একটি চমৎকার ফিচার্সের ফোন লঞ্চ করল Realme। মডেলটির নাম Realme C53। এই ফোনের সবথেকে বড় বিশেষত্ব হল ১০,০০০ টাকারও কম দামে এই ফোনে মিলছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

কত দাম এই ফোনের?

Realme-র লেটেস্ট ফোনটি আপনি মোট দুটি স্টোরেজ অপশনে পেয়ে যাবেন। তাদের মধ্যে ৪ জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজ স্পেসের দাম ৯,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম+ ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা। আগামী ২৬শে জুলাই ঠিক দুপুর ১২টা থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।

জানা যাচ্ছে, রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল দোকান থেকে পাওয়া যাবে Realme C53। প্রথম দিনই এই ফোন কিনতে গেলে ৬ জিবি র‍্যাম+ ৬৪ জিবি স্টোরেজ মডেলের উপর ১,০০০ টাকা ছাড় মিলবে বলে জানা গিয়েছে। চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।

কী কী ফিচার্স রয়েছে Realme C53 ফোনে?

  • Realme C53 এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme UI T এডিশন অপারেটিং সিস্টেম।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৭৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই রিফ্রেশ রেটের ফলে ফোনটি আরও মসৃণ ভাবে স্ক্রল করা যাবে এবং চমৎকার ভিজ়ুয়ালও পাওয়া যাবে।
  • এই ফোনে দেওয়া হয়েছে একটি ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, যা ১৮ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • পারফরম্যান্সের দিক থেকে একটি UNISOC T612 প্রসেসরের সাহায্যে চালিত হবে এই ফোন।
  • রিয়েলমির এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফটোগ্রাফির ক্ষমতা প্রদর্শন করার জন্য রয়েছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স।
  • সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটির দিক থেকে Realme C53 ফোনটিতে দেওয়া হয়েছে 4G LTE, ব্লুটুথ ৫.০, Wi-Fi, একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।
  • আনলকিংয়ের জন্য এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Back to top button
%d bloggers like this: