প্রযুক্তি
আর দু’দিন পরই জোড়া স্মার্টফোন আনছে Samsung, দেখতে আকর্ষণীয়, লঞ্চের আগেই জেনে নিন সমস্ত ফিচার্স

ভারতে একের পর এক দারুণ দারুণ ফোন এনেই চলেছে Samsung। চলতি বছরে কোম্পানির প্রথম ইভেন্টে Samsung লঞ্চ করেছিল Samsung Galaxy S23 সিরিজ ফোন। এবার ২৬শে জুলাই হতে চলেছে কোম্পানির দ্বিতীয় ইভেন্ট। আর এই ইভেন্টে কোম্পানির তরফে লঞ্চ করা হবে দুর্দান্ত দুটি স্মার্টফোন, সেগুলি হল- Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5।
লঞ্চ হওয়ার আগে জেনে নিন এই স্মার্টফোনগুলির ফিচার্স-
Galaxy Z Fold 5-এর ফিচার্স
- এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ এসওসি।
- ৭.৬ ইঞ্চি ভিতরের ডিসপ্লে এবং একটি ৬.২ ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে এই ফোনে।
- ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
- সামনে ও ভিতরের ডিসপ্লেতে একটি ১২ মেগপিক্সেল ক্যামেরা থাকবে এই ফোনে।
- Galaxy Z Fold 5 ফোনে তিনটি রঙের ভ্যারিয়েন্ট রয়েছে, এগুলি হল- কালো, নীল এবং সাদা।
কী কী ফিচার্স রয়েছে Galaxy Z Flip 5 ফোনে?
- Galaxy Z Flip 4-এর তুলনায় এই ফোনে একটি বড় ডিসপ্লে দিয়েছে কোম্পানি।
- Galaxy Z Flip 5 ফোনে থাকবে একটি ৬.৭ ইঞ্চি মেন ডিসপ্লে ও ৩.৪ ইঞ্চি কভার ডিসপ্লে।
- এই স্মার্টফোনে সাপোর্ট করবে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ এসওসি।
- ২৫ ওয়াট ফাস্ট চার্জিং-সহ এই ফোনে থাকবে ৩৭০০ মেগাহার্টজ ব্যাটারি।
- এই ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ।
Samsung ছাড়াও আর নতুন কী ফোন আসছে বাজারে?
আগামী ১ আগস্ট Redmi 12 স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোন টিজ করেছে। এই স্মার্টফোনে মিলবে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাথমিক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। কোম্পানির দাবী, ১০,০০০ টাকার এই ফোনে থাকবে সবচেয়ে বড় ডিসপ্লে। এই স্মার্টফোনে মিলবে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি।