রাজ্য

চিৎকারের জেরে বিরক্ত, রাগের চোটে খাবারে বিষ মিশিয়ে ৫ পথকুকুরকে খু’ন ব্যক্তির, জোর শোরগোল রাজ্যে

রাস্তা দিয়ে চলাফেরার সময় চিৎকারের জেরে অতিষ্ঠ। কান ঝালাপালা। সেই কারণে অতিষ্ঠ হয়ে খাবারে বিষ মিশিয়ে ৫ পথকুকুরকে খু’নের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিল অভিযুক্ত।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে নদিয়ার রায়নগরের কর্মকার পাড়ায়। বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে একের পর এক পথকুকুরের বিষক্রিয়ায় মৃত্যু হচ্ছিল। এইভাবে পাঁচটি কুকুর মারা যায়। তাতে সন্দেহ দানা বাঁধে। অভিযোগ, এলাকার এক ব্যক্তি তপন মণ্ডলই এই কাণ্ড ঘটিয়েছেন।

কী বলছেন এলাকাবাসীরা?

বাসিন্দাদের কথায়, কুকুরের চিৎকারে নাকি প্রায়শয়ই বিরক্তি প্রকাশ করতেন স্থানীয় বাসিন্দা তপন মণ্ডল। রাস্তা দিয়ে হেঁটে গেলেই ওই ব্যক্তিকে দেখে কুকুরগুলি চিৎকার করত। এই নিয়ে বিরক্ত ছিলেন তপন। এলাকার পাঁচটি কুকুরের খাবারে বিষ মিশিয়ে তিনি খু’ন করেন বলেও অভিযোগ।

প্রতিবেশীদের অভিযোগ, রান্না করা মাংস ছয় কুকুরকে খাইয়েছেন তপন। ওই মাংসের সঙ্গে বিষ মেশানো ছিল বলে দাবী এলাকাবাসীর। সেই বিষের জেরেই অসুস্থ হয়ে মৃত্যু হয় কুকুরগুলির। এখনও বেশ কয়েকটি কুকুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এই ঘটনায় রাণাঘাট থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসীরা। পাঁচটি পথকুকুরকে খু’নের ঘটনায় তপন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। তবে এই অভিযোগ ওঠার পর থেকেই পলাতক তপন মণ্ডল। সত্যিই তিনি এই সারমেয়দের মৃত্যুর ঘটনায় যুক্ত কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: