প্রযুক্তি

জুলাই মাসেই লঞ্চ হচ্ছে কিছু দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোন, কোন ফোনের ব্যাটারি ভালো, কোন ফোনের স্টোরেজ বেশি, জেনে নিন এখনই

জুলাই মাস পড়তে আর বেশি দেরি নেই। আগামী মাসের শুরুর দিকেই বাজারে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। মোবাইল কেনার আগে আমরা ফোনের ব্যাটারি, স্টোরেজ, ক্যামেরা এসব চেক করি। নতুন যে স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে, সেগুলির ফিচার্স কেমন, দেখে নেওয়া যাক এক ঝলকে-

রিয়েলমি ন্যারজো ৬০

জুলাই মাসেই ভারতে লঞ্চ করছে রিয়েলমি ন্যারজো ৬০। এই ফোনের সবথেকে আকর্ষনীয় বিষয় হল এর স্টোরেজ। এই স্মার্টফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১টিবি। এই ৫জি এই স্মার্টফোনের দাম ২৫ হাজার টাকা হতে পারে বলে জানা গেছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৪

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ মোবাইলটিও লঞ্চ করছে জুলাই মাসেই। এই স্মার্টফোনে থাকছে ৬০০০ মেগাহার্টজ ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, এর রিফ্রেস রেট ১২০ হার্টজ। এর পাশাপাশি অন্যান্য ফোনের সঙ্গে এই স্মার্টফোনে টক্কর হবে ক্যামেরায়। এই স্মার্টফোনে দাম কত হতে পারে, সে বিষয়ে সংস্থা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

নাথিং ফোন

জুলাই মাসে স্মার্টফোন লঞ্চের সিরিজে রয়েছে নাথিং ফোন ২। এই স্মার্টফোনে প্রসেসর উন্নত মানের। এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেনারেশন ১ প্রসেসর। নাথিং ফোন ২-এর দাম ৪০ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যে থাকতে পারে।

ওয়ান প্লাস নোর্ড

এই স্মার্টফোনের ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। এই ডিসপ্লে-র রেসিউলেশন ১.৫K। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। জানা যাচ্ছে, এই স্মার্টফোনে দাম ৩০ হাজার টাকার কম হতে পারে।

Back to top button
%d bloggers like this: