দারুণ ফিচার্স, অনবদ্য মাইলেজ, ভারতের সবচেয়ে সস্তা SUV কী কী, দেখে নিন এক ঝলকে

গাড়ির বাজারে SUV-র চাহিদা আলাদা করে বলার বোধ হয় প্রয়োজন পড়ে না। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এখনও পর্যন্ত অনেক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলই লঞ্চ হয়েছে। টাটা থেকে শুরু করে হুন্ডাই, নিসান এমন নানান কোম্পানি একাধিক SUV লঞ্চ করেছে এখনও পর্যন্ত। এই গাড়ির লুক ও অসাধারণ পারফরম্যান্সের জন্যই এই গাড়ি সকলের বড্ড প্রিয়। তবে অনেকেই মনে করেন SUV মানেই খুব দামী কোনও গাড়ি। সেই কারণে এবার তাদের জন্য খুব সস্তার কিছু SUV খোঁজ আনা হল যার দাম শুনলে যে কেউ চমকাতে বাধ্য।
দেখে নেওয়া যাক, ভারতের সবথেকে সস্তার কিছু SUV-
Hyundai Exter
টাটা পাঞ্চকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন গাড়ি ভারতীয় বাজারে কেবল একটি রয়েছে। এটি হল Hyundai Exter। একদম ব্র্যান্ড নিউ SUV হুন্ডাই এক্সটার। এই গাড়িরও দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু। সর্বোচ্চ এক্স-শোরুম দাম ১০.১০ লক্ষ টাকা। এই গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, একাধিক সেফটি লক, হিল অ্যাসিস্ট। এছাড়াও এই গাড়িতে থাকছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ইলেকট্রিক সানরুফ এবং ব্লুটুথ কানেকশন। ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে।
Tata Punch
টাটা পাঞ্চের দাম ৬ লক্ষ টাকা থেকে ৯.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই গাড়ি ভারতের সবথেকে সস্তা এবং সুরক্ষিত SUV। সেফটি রয়েছে ৫ স্টার, গাড়ির ইঞ্জিন ১.২ লিটার পেট্রল সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স। গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, টাচস্ক্রিন, USB পোর্ট, স্পিকার, এয়ার কন্ডিশনিং ইত্যাদি ফিচার্স। দেশের বাজারে এই গাড়িকে টক্কর দেওয়ার মতো কেবল একটি গাড়ি রয়েছে।
Renault Kiger
রেনল্ট-এর সবথেকে সস্তা SUV হল কাইগার। এই গাড়ির দাম ৬.৫০ লক্ষ টাকা থেকে ১১.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ১ লিটার ইঞ্জিন রয়েছে এই চার চাকায়। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৪টি এয়ারব্যাগ, ৮ ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেকশন, রিয়ার ক্যামেরা, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, চাইল্ড সেফটি লক ইত্যাদি।
Nissan Magnite
পাঁচ আসনের কম্প্যাক্ট গাড়ি নিসান ম্যাগনাইট। যার দাম শুরু ৬ লক্ষ টাকা থেকে। গাড়িতে রয়েছে ১ লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৭২ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। এই গাড়িতে আরও একটি ইঞ্জিন রয়েছে, সেটি হল ১ লিটার টার্বো পেট্রল। ট্রান্সমিশন রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক। এই গাড়িতে ৭ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়াল এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটর রয়েছে।