প্রযুক্তি

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাজারে এল দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক সানরুফ গাড়ি, বিশেষ চমক TATA-র

ইলেকট্রিক গাড়ির বাজারে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করছে TATA। বরাবরই মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কম দামের মধ্যে গাড়ি আনার চেষ্টা করে এই সংস্থা। এবার দারুণ দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা মোটরস। দুই ভ্যারিয়েন্টের গাড়ি লঞ্চ করেছে টাটা অলট্রোজ। এগুলি হল XM ও XM(S)।

কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে?

  • এই দুই ভ্যারিয়েন্টের গাড়িতেই রয়েছে ইলেকট্রিক সানরুফ। বাজারের সবথেকে সস্তা ইলেকট্রিক সানরুফ গাড়ি হিসাবে পরিচিতি পেয়েছ টাটা অলট্রোজ। এই দুই গাড়িতে থাকছে ১.২লিটার পেট্রল ইঞ্জিন সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যা সর্বাধিক ৮৮ পিএস শক্তি এবং ১১৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম।
  • এই গাড়িগুলিতে থাকছে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক অ্যাডজাস্টেবেলে ও ফোল্ডবেল ORVM। গাড়ির XM(S) ভেরিয়েন্টের অতিরিক্ত ভাবে থাকছে ইলেকট্রিক সানরুফ।
  • এই গাড়িতে পাওয়া যাবে পাওয়ার উইন্ডো, কি-লেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা, ক্রূজ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য। গাড়িতে রয়েছে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি।
  • যাত্রী সুরক্ষার জন্য এই গাড়িগুলিতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, সিট বেল্ট ওয়ার্নিং, অ্যান্টি লক ব্রেকিং, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক ব্রেক স্টেবিলিটি কন্ট্রোল, চাইল সেফটি লক ইত্যাদি।

কত দাম এই দুই গাড়ির?

সংস্থার তরফে জানানো হয়েছে, টাটা অলট্রোজের XM ভ্যারিয়েন্টের দাম ৬.৯০ লক্ষ টাকা আর XM(S) ভ্যারিয়েন্টের দাম হল ৭.৩৫ লক্ষ টাকা।

টাটা অলট্রোজের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন গাড়ি রয়েছে বাজারে?

এই মুহূর্তে ভারতের বাজারে টাটা অলট্রোজ-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে Hyundai i20 (দাম ৭.৪৬ থেকে ১১.৮৮ লক্ষ টাকা), Maruti Suzuki Glanza (দাম ৬.৬১ থেকে ৯.৮৮ লক্ষ টাকা) ও Toyota Glanza (৬.৮১ থেকে ১০ লক্ষ টাকা)।

Back to top button
%d bloggers like this: