প্রযুক্তি

মাত্র ৩০,০০০ টাকাতেই ঘরে তুলুন এই ৩ ইলেকট্রিক স্কুটার, স্কুটারের মাইলেজ জানলে অবাক হবেন আপনিও

জ্বালানির জ্বালা থেকে বাঁচতে মানুষ এখন ব্যাটারি চালিত স্কুটারের দিকেই বেশি ঝুঁকেছে। এই স্কুটারে যেমন একদিকে তেল ভরানোর কোনও ঝক্কি নেই, তেমনই আবার দামেও রয়েছে ছাড়। তবে অনেকেই মনে করেন ইলেকট্রিক স্কুটারের বেশ অনেক দাম। তবে খুব দামে খুব ভালো মাইলেজের ই-স্কুটারও কিন্তু বাজারে রয়েছে। সেগুলি সম্পর্কেই এবার জেনে নেওয়া যাক-

Ujaas eZy

সবথেকে সস্তা স্কুটারের তালিকায় রয়েছে Ujaas eZy। এতে রয়েছে ৪৮ভি/২৬ এএইচ ব্যাটারি ক্যাপাসিটি। এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৬-৭ ঘণ্টা। সর্বোচ্চ ৭৫ এনএম টর্ক তৈরি করতে পারে, স্কুটারের দু চাকাতেই মজুত ড্রাম ব্রেক। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং চার্জিংয়ের সুবিধা। এ ছাড়া রয়েছে এলইডি লাইটিং যেমন হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প। এই ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ হলে ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। বাজারে এটি কেবল একটি ভেরিয়েন্টেই বিক্রি হয় এই স্কুটার। Ujaas eZy স্কুটারের দাম ৩১,৮০০ টাকা।

Velev Motors VEV 01

কম দামে ভালো রেঞ্জ বিশিষ্ট ইলেকট্রিক স্কুটারের তালিকায় আসে Velev Motors VEV 01। এই স্কুটারে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪৮ভি/২৪ এএইচ । ফুল চার্জে এই স্কুটার ৭৫-৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। VEV 01 এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ২৫০ ওয়াট BLDC মোটর।

স্কুটারের বাকি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিজিটাল স্ক্রিন, সম্পূর্ণ এলইডি লাইটিং (হেডলাইট, টেল লাইট)। দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। এই ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ হতে ৬-৮ ঘণ্টা সময় নেয়। এই ই-স্কুটারের সর্বোচ্চ লোডিং ক্যাপাসিটি ১০০ কেজি। বাজারে কেবল একটি ভেরিয়েন্টেই বিক্রি হয় এই স্কুটার। এর দাম ৩২,৫০০ টাকা।

Avon E Plus

ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার হল Avon E Plus। এই স্কুটারে মিলবে ৪৮ভি/১২ এএইচ ব্যাটারি ক্যাপাসিটি, এই স্কুটির সর্বোচ্চ গতি 24 কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে ৫০ কিলোমিটার রেঞ্জ দেয় এই স্কুটার। স্কুটারের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৭-৮ ঘণ্টা। ব্রেকিংয়ের জন্য রয়েছে ড্রাম ব্রেক। স্কুটারের টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে বাল্ব। Avon E Plus এর এসটিডি ভেরিয়েন্টের দাম ২৫,০০০ টাকা (এক্স-শোরুম)। স্বল্প দূরত্বে নিয়মিত যাতায়াত করা যাবে এই উদ্দেশ্যেই এই ই-স্কুটার বাজারে লঞ্চ করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: