‘পুরনো সব ভুলে নতুন শুরু করতে চাই’, ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মনোরঞ্জন ব্যাপারী? দলবদল করছেন তৃণমূল বিধায়ক?

ফের একবার আলোচনার শিরোনামে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নতুন কিছু শুরু করার ইঙ্গিত দিলেন তিনি। পুরনো সবকিছুকে ভুলে যেতে চান বলে জানান নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আর এরপরই তৃণমূল বিধায়কের দলবলের সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ফেসবুকে পোস্টে কী লিখেছেন মনোরঞ্জন ব্যাপারী?
তৃণমূল বিধায়ক লেখেন, “পুরাতন সব কিছু ভুলে যেতে চাই। আমি কঠোর দরিদ্র জীবন দেখেছি প্রায় চল্লিশ বছর। শুধু জল খেয়ে পেটের যন্ত্রণা ভুলে থাকার সেই দিন গুলো আজও মনে পড়লে বুকে ব্যথা মোচড় দিয়ে ওঠে। সেই যে ছাগল-গরু চড়ানো, চায়ের দোকানে গ্লাস ধোয়া, মুটে মজুরি, রিকশা চালানো, ডোম, সুইপার, ট্রাকের খালাসি, নাইট গার্ড, রান্নার কাজও করেছি অনেক বছর। তারপর স্টেশনের এক গুন্ডা, ছুরি-চাকু-বোম। নকশাল আন্দোলনে জড়িয়ে যাওয়া! অনেকবার জেল খাটা। মরতে মরতে বেঁচে যাওয়া, বেঁচে থেকে মরে যাওয়া সেও ঘটেছে আমার জীবনে”।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “এরপর শুরু লেখক জীবন। বহু বছর ধরে ঘাড় গুজে লিখে যাওয়া। অনেক বই অনেক পুরস্কার! তারপর আবার সে সব ফেলে রাজনীতিতে আসা। বিধায়ক হয়ে যাওয়া। নরকের শেষ ধাপ আমি যেমন দেখেছি আবার “স্বর্গের”সিড়ি বেয়েও এক দু’ধাপ উঠতেও পেরেছি। ঘৃণা, নিন্দা অপযশ যত জুটেছে সমপরিমাণ মানসন্মান, ভালোবাসাও জুটেছে আমার “ভাগ্যে”! সে ঘৃনা, নিন্দা হোক আর মানসন্মান, এতো বছরে যা পেয়েছি সব ভুলে যেতে চাই। আবার সব কিছু শুরু করতে চাই নতুনভাবে, নতুন কোনও পরিচয়ে। ফেলে আসা দিন গুলোর দিকে আর পিছনে ফিরে তাকাতে চাই না”।
পঞ্চায়েত নির্বাচনের আগেও দলের নেতানেত্রীদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে। নানান প্রসঙ্গ তুলে বারবার দলের বিরোধিতা করেছেন তিনি। দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। আর এবার পুরনো ভুলে নতুন শুরুর ইঙ্গিত দিলেন তিনি। তাঁর সেই ইঙ্গিত এবার কোনদিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।