প্রযুক্তি

একবার চার্জ দিলেই চলবে ১২০০ কিলোমিটার, অসাধ্য সাধন করার পথে টয়োটা, টেক্কা দেবে সমস্ত বৈদ্যুতিক গাড়িকে

বর্তমানে জ্বালানির জ্বালা থেকে বাঁচতে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। ইতিমধ্যেই এই বৈদ্যুতিক গাড়ির বাজারে রাজ করছে টাটা, মারুতিরা। বৈদ্যুতিক গাড়িতে সাধারণত একবার চার্জ দিলে তা ৪০০-৫০০ কিলোমিটার রেঞ্জ দেয়। Lucid Air নামের এক ইলেকট্রিক গাড়ি একবার চার্জে ৮০০ কিলোমিটার রেঞ্জ দেয়। তবে এবার টয়োটা এমন এক গাড়ি আনছে যাতে একবার চার্জ দিলে তা ১২০০ কিমি রেঞ্জ দেবে। এই গাড়ি প্রস্তুতে সলিড স্টেট ব্যাটারি নিয়ে কাজ শুরু করে দিয়েছে এই জাপানি সংস্থা।

কী জানাচ্ছে সংস্থা?

এই মুহূর্তে সর্বাধিক রেঞ্জ যুক্ত যে বৈদ্যুতিক গাড়িটি রয়েছে তা হল Lucid Air। এই গাড়িতে ফুল চার্জে রেঞ্জ পাওয়া যায় ৮৩০ কিলোমিটার। তবে এটির দাম মধ্যবিত্তের জন্য ধরা ছোঁয়ার বাইরে। গাড়ির বাজারমূল্য ১.৪ মিলিয়ন ডলার।

টয়োটা জানাচ্ছে তারা যে সলিড স্টেট ব্যাটারি বানাচ্ছে তা তো ফুল চার্জে ১২০০ কিলোমিটার রেঞ্জ দেবেই তার সঙ্গে এটি দ্রুত গতিতে চার্জও হতে পারে। সংস্থার কথায়, এই বিপুল মাইলেজ সম্পন্ন ব্যাটারি মাত্র ১০ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। তবে টয়োটার যেহেতু যাত্রীবাহী গাড়ির গ্রাহক বেশি তাই আসন্ন এই ১২০০ কিমি রেঞ্জ সম্পন্ন গাড়ির দাম সাধ্যের মধ্যেই রাখতে পারে সংস্থাটি।

 টয়োটার ইতিহাসে তাদের ব্যবসায় সবথেকে বেশি মুনাফা এনে দিয়েছে জ্বালানি চালিত গাড়ি। ২০২২ সালে বিশ্বজুড়ে ৯৫ লক্ষ জ্বালানি চালিত গাড়ি বিক্রি করেছে টয়োটা। বিক্রির নিরিখের এই সংস্থার ধারে কাছে কেউ নেই। তবে প্রসঙ্গ যখন বৈদ্যুতিক গাড়ি, তখন টয়োটা অনেকটাই পিছিয়ে।

প্যানাসনিকের সঙ্গে জোট বাঁধছে টয়োটা

জানা গিয়েছে, বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারী সংস্থা প্যানাসনিকের সঙ্গে জোট বেধে এই ব্যাটারি বানাচ্ছে টয়োটা। এই স্বপ্ন বাস্তবায়ন করতে ইতিমধ্যে বিশ্বের সেরা ২০০ ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছে দুই সংস্থা। প্রথমে হাইব্রিড গাড়ি। এরপর সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হবে এই সলিড স্টেট ব্যাটারি।

Back to top button
%d bloggers like this: