রাজ্য

‘চোখের সামনে একটা গোটা সিস্টেম খারাপ হয়ে গেল’, মামলা চলাকালীন আক্ষেপ প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। গত দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। এই মামলায় একের পর এক পর্যবেক্ষণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন এজলাসেই তাঁকে আক্ষেপ করতে শোনা যায়।

এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আক্ষেপ করতে শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। তিনি নিজেও পিএসসি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন। কিন্তু পিএসসি সেকাল আর একাল দেখে আফসোস হয় তাঁর। বলেই দেন, “পিএসসি-র অবস্থা দেখে এখন খারাপ লাগে। চোখের সামনে একটা গোটা সিস্টেম খারাপ হয়ে গেল”।

কী বলেন বিচারপতি?

তিনি যে সময়ে পিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সময়ের স্বচ্ছ্বতার কথাও উঠে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায়। বলেন, “আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দু’টি সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ্ব ছিল”।

প্রাথমিকের মামলা চলাকালীন পিএসসি প্রসঙ্গ কেন?

আসলে, এদিন এজলাসে প্রাথমিকের মামলার শুনানির সময় শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়েই কথা প্রসঙ্গে পিএসসি-র কথা উঠে আসে বিচারপতির মুখে।

এদিন অতীতের এক মামলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিচারপতি বলেন, “পিএসসি-তে ২৮ নম্বর থেকে ৮২ নম্বর হয়ে গেল! ভাবা যায়? খারাপ লাগে”। যে পিএসসি পরীক্ষা দিয়ে তিনি নিজে চাকরি পেয়েছেন, সেই পিএসসি-র বর্তমানে এই অবস্থা যেন মন থেকে মেনে নিতে পারছেন না তিনি, এমনটাই বোঝাতে চাইলেন এদিন বিচারপতি। সেই সময় পাবলিক কমিশন সার্ভিস যে খুব স্বচ্ছভাবে চলত, এমনটাও বলেন তিনি।

Back to top button
%d bloggers like this: