রাজ্য

উলাটপুরাণ! এবার প্রতারিত খোদ তৃণমূল নেতাই, অঞ্চল সভাপতির থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিল দম্পতি, গ্রেফতার অভিযুক্তরা

সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। নাম সুদীপ্ত বল ও তাঁর স্ত্রী মিঠু নাগ। অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জামরুল তলায়।

কী অভিযোগ দম্পতির বিরুদ্ধে?

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাট-সহ ব্যবসায়ীদের নানান সুযোগ করিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়েছেন ওই দম্পতি। প্রায় ২০ জন সুদীপ্ত ও মিঠুর এই চক্রে পা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন এক তৃণমূল নেতাও। তিনি বসিরহাটের অঞ্চল সভাপতি।

প্রতারিতদের কথায়, নিজেদের তালা ফেরত না পেয়ে তারা সুদীপ্তর বাড়ি যান। কিন্তু সেখানে কেউ ছিল না। তালাবন্ধ ছিল ঘর। এরপরই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয় ওই দম্পতির বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরে পুলিশ একাধিকবার সুদীপ্তর বাড়িতে যায়। কিন্তু খোঁজ মিলছিল না তাদের। অবশেষে গতকাল, বুধবার বসিরহাট পুলিশ গোপন সূত্রে জানতে পারে, সুদীপ্ত ও তাঁর স্ত্রীর কলকাতার খান্না এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। খবর পেয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বসিরহাট থানা। যৌথ অভিযান চালিয়েওই গোপন ডেরা থেকেই স্বামী স্ত্রী দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী অরিন্দম গোলদার বলেন, ব্যবসায়ী সুদীপ্ত বল একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন সে প্রমাণ রয়েছে। কিন্তু তাঁর স্ত্রী যে এই প্রতারণার সঙ্গে জড়িত সেবিষয়ে কিছু বলা যাচ্ছে না। যে পাঁচ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে, তা সরকারি কোনও টাকা নয়। যে ব্যক্তিরা টাকা দিয়েছেন তাদের ব্যক্তিগত সম্পত্তির থেকে দেওয়া টাকা। তাই তছরুপের অভিযোগ ভিত্তিহীন।

Back to top button
%d bloggers like this: