দৈনিক ৮ টাকায় Truly Unlimited 4G Data এবং Call! ধামাকাদার অফার আনল Vi

একে অপরের সঙ্গে টক্কর দিতে টেলিকম সংস্থাগুলি প্রায়শই চমকপ্রদক অফার নিয়ে আসে। তবে এবার Vi বা Vodafone Idea যে অফার নিয়ে এল তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য তা এককথায় অনবদ্য। সারারাত ধরে এবার গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ৪জি ডাটা পরিষেবা দেবে এই টেলিকম সংস্থা! এরকমই চমকপ্রদ অফার এবার নিজেদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে Vodafone Idea।
তবে সংস্থার সূত্রে জানা যাচ্ছে যে, এই সংস্থার সিম হলেই এই অফার পাওয়া যাবে না। সেই সিমে ন্যূনতম ২৪৯ টাকার রিচার্জ করা থাকতে হবে।
এবার অনেকেই বলছেন যে এই যে আনলিমিটেড ডাটা গ্রাহকদের দেওয়া হচ্ছে তাতে ইন্টারনেটের স্পিড কম থাকবে। কিন্তু সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নাইট ডাটা প্ল্যানের গ্রাহকরা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন। সপ্তাহের প্রত্যেকটা দিন রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আনলিমিটেড ডাটা পেতে চলেছেন গ্রাহকরা। নতুন এই অফারের কথা জানতে পেরে অত্যন্ত আপ্লুত গ্রাহকরা।
২৪৯ টাকার উপর রিচার্জ প্ল্যানে সকলেই ১.৫ বা ২ জিবি ডেইলি ডেটা, আনলিমিটেড টকটাইম এবং Vi Movies And TV ও Zee5 Premium-এর সাবস্ক্রিপশনও বিনামূল্যেই পান।
আরও পড়ুন – নয়া সাল নয়া ধামাকা! সমস্ত নেটওয়ার্কে কল ফ্রি করে দিল জিও
আরেকটি যে পরিষেবা এই রিচার্জ প্ল্যান এর গ্রাহকরা পান তাহলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে বেঁচে যাওয়া ডাটা থাকে তা শনিবার ও রবিবার ব্যবহারের সুযোগ পান গ্রাহকরা যা অত্যন্ত অভিনব।
ইতিমধ্যেই Vi ওয়েবসাইট এবং অ্যাপ – দুই জায়গা থেকেই চালু হয়ে গিয়েছে এই প্ল্যান। আপনি যদি এই সংস্থার গ্রাহক হন তাহলে ঝটপট নিয়ে নিন এই অফার। বর্তমানে লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মে অনেক বেশি সময় কাটান সাধারণ মানুষ। রাত জেগে ওয়েব সিরিজ দেখার প্রবণতা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এই ওয়েব সিরিজ দেখেন যে সকল গ্রাহকরা তাদের জন্য এই অফার হল সোনায় সোহাগা।