মিড ডে মিলে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, ৬ মাসে চুরি বিপুল টাকা, ক্ষোভ প্রকাশ মোদী সরকারের

রাজ্য যেন এখন নানান দুর্নীতির জেরে বিধ্বস্ত। একের পর এক নানান দুর্নীতির ঘটনা সামনে আসছে। একদিকে যখন রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে, সেই সময় এবার রাজ্যের বিরুদ্ধে আরও এক দুর্নীতির অভিযোগ তুলল মোদী সরকার। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগ উঠল।
কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের আসল খরচের অনেক বেশি টাকা বাড়িয়ে দেখিয়েছে। এই রিপরতের দাবী, ১৬ কোটি মিড ডে মিল কম দিয়ে ১০০ কোটি টাকা বেশি খরচ দেখানো হয়েছে রাজ্যের তরফে। মিড ডে মিল প্রকল্পের বিষয়ে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে চলতি বছরের জানুয়ারি মাসে একটি একটি জয়েন্ট রিভিউ মিশন গঠন করা হয়েছিল।
সেই মিশনের রিপোর্ট অনুযায়ী, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে স্থানীয় প্রশাসন মিড ডে মিল খাতে যা ব্যয় করেছে, তার থেকে অনেকটা বেশি দেখানো হয়েছে হিসাবে। অভিযোগ, ভাত-ডাল এবং সবজি রান্নার ক্ষেত্রে ৭০ শতাংশ কম খরচ করা হয়েছে। ওই প্রকল্পের টাকা অন্যান্য খাতে ব্যবহার করা হয়েছে। শুধু তাই-ই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
মিড ডে মিল নিয়ে কেন্দ্রের অভিযোগ প্রসঙ্গে কিছুদিন আগেই রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে রাজ্য ও কেন্দ্রের যে কোনও যৌথ প্রকল্পেই থাকে জয়েন্ট রিভিউ মিশন। সেই মিশনে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকেন। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই জয়েন্ট রিভিউ মিশনই রাজ্যের নানান এলাকায় মিড ডে মিল প্রকল্পের কাজকর্ম ঘুরে দেখে।
জানা গিয়েছে, সেই টিমে রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু অভিযোগ, এলাকা পরিদর্শনের পর কেন্দ্রের প্রতিনিধিরা এক তরফা রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে রাজ্যের অধিকর্তার সই তো দূরের কথা, রিপোর্টে কী লেখা রয়েছে তাও রাজ্যের আধিকারিকদের জানানো হয়নি বলে দাবী ব্রাত্য বসুর।
তিনি আরও জানান যে এই বিষয়ে জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন তারা। সেই চিঠির উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপের জন্য ভাবা হবে বলে জানান ব্রাত্য বসু।