রাজ্য

ভোটের দিন সকাল থেকে এখনও পর্যন্ত প্রাণ গেল ১৫ জনের, কমিশনে অভিযোগের পাহাড়, পঞ্চায়েত ভোট নাকি মৃত্যু মিছিল?

পঞ্চায়েত ভোট রাজ্যে নাকি মৃত্যু মিছিল তা বোঝা দায়। শনিবার ভোট শুরু হওয়ার পর থেকেই দিকে দিকে উঠে আসে নানান হিংসা, অশান্তির অভিযোগ। বুথে ঢুকে হামলা, ব্যালট বক্স লুট, ছাপ্পা ভোট, প্রিসাইডিং অফিসারের মাথায় বন্দুক এমন নানান অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে।

গতকাল, শুক্রবার পর্যন্ত প্রাক ভোট হিংসায় রাজ্যে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু আজ ভোট শুরু হওয়ার সময় থেকে এখনও পর্যন্ত রাজ্যে ভোটের জেরে বলির সংখ্যা ১৫। শাসক দলের কর্মী থেকে বিরোধী দলের কর্মী, সকলেই রয়েছে এই তালিকায়।

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে মৃত্যুর খতিয়ান কত এখনও পর্যন্ত, দেখে নেওয়া যাক-

  • রক্ত ঝরল কোচবিহারে। ফলিমারিতে বুথের মধ্যেই খুন বিজেপির পোলিং এজেন্ট।
  • মালদহের মালিকচকে খুন তৃণমূল কর্মী।
  • ভোট দিতে গিয়ে খুন সাধারণ ভোটার। নদিয়া চাপড়ায় তৃণমূল-সিপিএম সংঘর্ষ, তার মাঝে পড়ে খুন ভোটার হামজার আলি।
  • পূর্ব বর্ধমানে সিপিএম কর্মীর মৃত্যু। তৃণমূল-সিপিএম সংঘর্ষের গতকালই আহত হন তিনি। এদিন তাঁর মৃত্যু হয়।
  • বাসন্তী ফুলমালঞ্চয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়।
  • মুর্শিদাবাদ খড়গ্রামে ফের খুন। গুলি করে খুন তৃণমূল কর্মীকে। মৃতের নাম রইসউদ্দিন শেখ। অভিযোগ, শনিবার ভোররাতে তাঁকে গুলি করে খুন করা হয়।
  • মালদা তৃণমূল প্রার্থীর শাশুড়ি খুন
  • মুর্শিদাবাদের লালগোলাতেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।
  • কাটোয়ায় খুন তৃণমূল কর্মী। তৃণমূলের বুথ এজেন্টকে খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
  • মুর্শিদাবাদের নওদাতেও ঝরেছে রক্ত। মৃত্যু হয়েছে ১ ব্যক্তির।
  • কোচবিহারে ভোটের বলি বিজেপি কর্মী, দিনহাটার ভাগনী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
  • ভোটের আবহে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া। মৃত্যু ১ জনের।
  • কোচবিহারে তুফানগঞ্জে তৃণমূলের বুথ চেয়ারম্যান খুন। গণেশ সরকার (৫০) নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির।
  • মুর্শিদাবাদের রেজিনগরেও মৃত্যু আরও ১ ব্যক্তির। রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকা, বোমা ফেটে ওই ব্যক্তির মৃত্যু হয়। ভোরের দিকেও নাজিরপুর গ্রামে বোমাবাজি হয় বলে অভিযোগ।
  • গত রাতে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের বেলডাঙা। সেখানেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।
Back to top button
%d bloggers like this: