রাজ্য

‘কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে’, নবজোয়ার কর্মসূচি থেকে আচমকা এমন মন্তব্য কেন করলেন অভিষেক?

গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকেই জেলবন্দি তিনি। পার্থ গ্রেফতার হওয়ার পরই তাঁকে দলের সমস্ত পদ ও মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করে তৃণমূল। এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে ফের পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত”।

গতকাল, রবিবারের এই সভা থেকে অভিষেক বলেন, “আপনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। খুব ভালো। যে টাকা নিয়েছে তাকে জেলে ঢোকাও। তাহলে বিজেপির নেতারা ধোয়া তুলসিপাতা কী করে হবে। দিলীপ ঘোষের বাড়ি থেকে প্রসন্ন রায়ের দলিল পাওয়া গেছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা মডেল। অর্পিতা মুখার্জির বাড়িতে রেইড হচ্ছে কেন, পার্থ চ্যাটার্জির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেইলস পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে। খুব ভালো, হোক। হওয়াও উচিত। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হচ্ছে, তাহলে দিলীপ ঘোষের বাড়িতে রেইড হবে না কেন? বিজেপি করে বলে”?

আসলে মহিষবাথানে প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল মিলেছে। সেই খবর প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ জানান, ওই আবাসনে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগের নাম পরিবর্তন ও নামপত্তনের জন্য দলিলের নকল দিয়েছিলেন তিনি প্রসন্ন রায়কে।

সম্প্রতি, আদালতে পেশের সময় এই একই কথা বলেছিলেন প্রসন্ন রায়ও। তিনি জানান, তাঁর ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের ফ্ল্যাটের যে নথি উদ্ধার হয়েছে সেটি আসল দলিল নয়। দলিলের সার্টিফায়েড কপি। ফ্ল্যাটের নামপত্তন করতে ওই নথি দেওয়া হয়েছিল তাঁকে। তিনি দিলীপ ঘোষকে ব্যক্তিগতভাবে চেনেন কী না, সেই বিষয়ে অবশ্য মুখ খোলেননি প্রসন্ন রায়।

বলে রাখি, গত সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি।

Back to top button
%d bloggers like this: