রাজ্য

কাজে এল না রক্ষাকবচ, বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরাকে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

বিদেশ যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দুবাই যাওয়ার উদ্দেশে দমদম বিমানবন্দর যান তিনি। সঙ্গে তাঁর দুই সন্তানও ছিল। সেই সময় বিমানবন্দরের অভিবাসন দফতরের তরফে আটকানো হয় রুজিরাকে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন অভিষেক, এমনটাই জানা যাচ্ছে।

সূত্রের খবর, আজ, সোমবার সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নবজোয়ার কর্মসূচি নিয়ে টানা ২ মাস জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফলে একাই দুই সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তাঁর স্ত্রী রুজিরা। কিন্তু অভিযোগ, বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকরা। রুজিরাকে জানানো হয় যে তিনি বিদেশ যেতে পারবেন না। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছিল।

তবে অভিবাসন দফতরের কথায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে। আবার দিল্লি আদালতে একটি মামলাও চলছে। রুজিরা সেই মামলায় এখনও জামিন নেন নি। তাই সেই কারণে এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই কারণেই এদিন দুবাই যাওয়ার সময় তাঁকে আটকানো হয়েছে বলে জানায় অভিবাসন দফতর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ছাড়া না পেয়ে বিমানবন্দর থেকে চলে যান রুজিরা।

জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মানহানির মামলা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের বারও বিদেশ যাওয়ার সময় আটকানো হয়েছিল রুজিরাকে। বেশ কিছু সোনার গয়না বিমানবন্দরে নিয়ে এসেছিলেন তিনি। সেই কারণে জটিলতা তৈরি হয়। সেই সময় জটিলতা তৈরি হলেও রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না। এরপরও কেন আজ ফের বিদেশে যেতে দেওয়া হল না রুজিরাকে, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মানহানির মামলা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ জারি করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এ বিষয়ে বিস্তারিত জানার পরই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে একটা বিষয় স্পষ্ট। রাজনৈতিকভাবে না পেরে এখনও অন্যান্য নানাভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত মানুষজনকে হেনস্তা করা হচ্ছে। সেই দল রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া”।

Back to top button
%d bloggers like this: