বিধানসভায় বিজেপি বিধায়ক মিহিরকে ‘অমানুষ’ বলে কটাক্ষ চন্দ্রিমার, অসংসদীয় ভাষা প্রয়োগের জন্য অর্থমন্ত্রীকে স্বাধিকার নোটিশ ধরাবেন অগ্নিমিত্রা

বিধানসভায় বাজেট নিয়ে ভাষণ চলাকালীন বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami) বিরুদ্ধে খৈনি খাওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Pal) মধ্যে শুরু তরজা। অর্থমন্ত্রী মিহির গোস্বামীকে বিধানসভার মধ্যে ‘অমানুষ’ বলে কটাক্ষ করেছেন। এমন অসংসদীয় ভাষার তীব্র বিরোধিতা করলেন অগ্নিমিত্রা।
গতকাল, শুক্রবার বাজেট বিতর্কে অংশ নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “রাজ্য বাজেট পেশ করলেন পূর্ণমন্ত্রী নয়, একজন হাফ মন্ত্রী”। এদিন বিধানসভায় আবার যখন এক বিধায়ক মন্তব্য পেশ করছিলেন, সেই সময় মিহির গোস্বামীকে হাতে কিছু একটা ডলতে দেখা যায়। এই বিষয়টি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়তে তাঁকে সতর্ক করে তিনি বলেন বিধানসভায় অন্দরে খৈনি খাওয়া নিয়মবিরুদ্ধ।
তবে সে মন্তব্যে বিশেষ আমল দেন নি মিহির গোস্বামী। তিনি হাতে থাকা জিনিসটি মুখে পুরে দেন। মিহির গোস্বামী যদিও পরে দাবী করেন যে তাঁর হাতে যেটি ছিল, তা খৈনি নয়, জোয়ান। যা দেখতে খৈনির মতো।
বিজেপি বিধায়কের এই কাণ্ডকেই কটাক্ষ করে ‘অমানুষ’ বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই শব্দ নিয়েই আপত্তি তোলেন অগ্নিমিত্রা। তাঁর দাবী, অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন চন্দ্রিমা। এর বিরুদ্ধে স্পিকারের কাছে কড়া পদক্ষেপের দাবীও জানান তিনি।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি এর জন্য অর্থমন্ত্রীকে সতর্ক করবেন। কিন্তু অগ্নিমিত্রা পাল সাফ জানিয়ে দেন যে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হবে।
এই বিষয়ে পরে লবিতে চন্দ্রিমা বলেন, “আমাকে যে অপমান করল, সেটা তো দেখলেন না। ওদের মহিলা বিধায়করা তো তার প্রতিবাদ করলেন না। আমি কি মন্ত্রী, সেটা নিশ্চয়ই ওই বিধায়কের কাছে শোনার দরকার নেই। ওরা কী করছেন, সারা দেশ জানেন”। বাজেট বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না।
অর্থমন্ত্রী বলেন, “মাঝে এক বছর ছাড়া ২০১১ থেকে বিধানসভার সদস্য। কোনও দিন দেখিনি বিরোধী দলনেতা বাজেট বিতর্কে সভায় হাজির নেই”।
এর পাল্টা বিজেপির অগ্নিমিত্রা পাল বলেন, “অর্থমন্ত্রী মূল প্রশ্নে জবাব এড়াতে বিভ্রান্তিকর কথা বলছেন। বিরোধী দলনেতার কর্মসূচি থাকায় তিনি সভায় থাকতে পারেননি”।